kichu ktha - usuf islam - bangla new kobita 2019 - ( প্রেমানল কবিতা গুচ্ছ )। bangla kobita। বাংলা কবিতা। বেদনাময় কবিতা।


                   " কিছু কথা "
               " ইউসুফ ইসলাম " 

সব ফুল কভু ফোটে না যেমন
         কিছু কিছু আশা কভু হয় না পূরন
এই তো জীবন এই তো জীবন। 
          অনেকের জীবনে ধেয়ে আসে বৈশাখি ঝড়
ধংশ করে তার নিমেষেই সব।
 
           ঝড় শেষে আহত সঙ্গী হারা পাখির মত
একাকী কাদিতে হয় সারাটি জীবন। 
          পুরোনো সৃতি কভু হয় না বিলিন
ধুপশিখার ন্যায় পুরিয়ে যায় অন্তবিহিন। 
          শততো রহে ঘিরে সুখেরও সরতি
দীর্ঘ শাস মনে করিয়ে দেয় পুরোনো সৃতি। 
           অতিসত্বর হৃদয়ো গভীরে অদ্রিশ্য সাগরে
মেঘে ডেকে ধেয়ে এসে বৈশাখি ঝড় করে তোল পার। 
পাহাড় সমান তায় পাথর চাপা লুকায়ে রাহী অন্তঃরালে 
          তাফ লোনা জ্বলের ধারা আর মানেনা বাধা
সে তো বয়ে চলে অবিরাম নদীও ধারায় |
          হৃদয়ো আঙ্গিনায় কালো ছায়া মসিমাখা সারা বেলা 
অভ্র জুরে ঘন মেঘ ঘুরে ফিরে শ্রাবণ ঘটায়
          খরো বর্ষায় , এ মনের বেদনাসিক্ত ক্ষত বিধাতা অবগত। 
তা সবি অন্তঃরাল করি হেসে রহে কুটিকুটি
           
              তা দেখি ভাবিল সকলে আছে সে যে মহা সুখে। 
 তারিপরে হয়তো আসেনি কভু দুঃখের ছায়া
              এই না ভেবে সবে আত্তহারা |
কষ্টকে চাপা দিয়ে বুকের মাঝে
              সর্বষ্য বিলিয়ে দেয় ভালবাসার তরে
শুধু বললে না এক বার তুমি , আমি তোমায় ভালবাসি,
                   ভালবাসা তো এমনি। 
     

             ( প্রেমানল কবিতা গুচ্ছ )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url