Bangla kobita 2019 - binimoy - usuf islam - bangla new kobita 2019 - (সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) . বাংলা নিউ কবিতা , " বিনিময় " ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) ২০ ।
আমি বিনিময়ে খুব বেসি ভালবাসি
তারি তরে বিনিয়োগ করি তায় বিনিময়ের আসে।
ডনে বায়ে দেখে চলি সাবধানে পা ফেলি
কোনবা পথে কিনচিৎ পরিমানে প্রথমে
জ্বলাভূমি কিংবা মনরঞ্জন ভোগ সম্ভার
পরিশেষে অতিসত্বর সময়ের ব্যবধানে
সুশান্তি কিংবা কষ্ট - যন্ত্রণা শীমা হীন।
অতঃপর বিনিয়োগে নগদ বাকি মূ্ল্য দিয়ে বাছাই করি
বিনিময়ে আমি অধিক পেতে পছন্দ করি।
কে আছ নিবে বিনিময় আমারি মতো
জ্বলদি করে এসো অতিসত্বর
মিলেছে বাজার ক্ষনিকের তরে
বিনিয়োগ শেষ হবে বেলা পরে গেলে
কি এতো ভাবছ বসে বসে
সময় পেরিয়ে গেলে সবি যাবে বিফলে
ভীম রণভুমে বিনিয়োগ করো বুঝে শুনে
ভূল পথে বিনিয়োগে সর্বশান্ত হয়ে যাবে।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )