জীবনটা মোর - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বাংলা কবিতা - ভালবাসার কবিতা - প্রেমের কবিতা - bangla kobita।
" জীবনটা মোর "
" ইউসুফ ইসলাম "
জীবনটা ছিল মোর ভীন্ন রকম
অন্য রকম সব চাওয়া পাওয়ার আশা
মনের বাধোন ছিল না সুতোয়
পিছু টান ছিল না কারো জন্য
জীবনটা ছিল মোর ভীন্ন রকম।
কোন সে ফাগুনের টানে
এলো মেলো বাতাসে দোলা লাগিল মনে
ফুল বনে দেখা হল তাহার সনে।
সুমধুর ফাগুন লাগিল আগুন
হৃদমাজারে তাহার তরে।
রাত্রি নিঝুম আসে না যে ঘুম
ভাবি বিরলে, আখি মেলি দেখি তারে
মোর চারি পাশে। আনন্দ ঘন মন উরো উরো
শতক রঙ্গে রঙ্গিন সাজে সাজল হৃদয়
শুধু তারি তরে কাটিল এমনিমত বছর ছয় কি সাত।
হঠাৎ করে নীলাকাশে ঘন মেঘ
ঘুরে ফিরে, নিয়ে এলো ঝড় বোয়ে
যেন আকাশ ভেঙ্গে পরল মাথায়
কি করি তায় , কষ্টের লোনা জ্বল দেখি থমকে দাঁড়ায়।
বক্ষে আমার ধরে না পানি চক্ষু মেলি দেখি
নিমিষের মাঝে সুসজ্জিত পুষ্প বন
ধুলায় লুটয়ে সাহারা প্রান্তর হল কেমনে।
নিস্তব্ধ রজনী চক্ষে আমার ধরে না পানি
বক্ষ আমার যায়রে ফাটি, কেমনে ভুলি তাহার সৃতি |
বিধির দারে বাসনা করে সুধাই তারে
সত্যিকারের ভালবাসায়
বিমুখ করো না আর কভু অন্যকে।
এই ভবোপুরে কি করে ভুলি তারে
আজো মন বলে ফিরে যদি পেতাম তারে ,
আজ অসহায় দুরস্ত বলে হারাতে হল তারে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )