gayer chele - usuf islam - bangla new kobita 2020 - usuf sarfaraj
" গাঁয়ের ছেলে "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
আজো তাকে গেয়ো ভূত বলে গালি দেই সবে
এহেতু সে যে অজোপারা গাঁয়ের ছেলে
এমাটির খুসবু তাহার গাঁয়ে মিসে রহে
তাহার নির্দয় মুঠিতলে শষ্য কনা ফলে।
ওসে অজোপারা গাঁয়ের ছেলে
বেস-ভূষণ সে যে কভু নাহি করে
আজো তায় বলে থাকি সবে
করুনার পাত্র সে যে সভ্যতার ভীরে ,
অথচ সভ্যতা রয়েছে দাড়ায়ে
ভর দিয়ে সহসা তাহার কাধে ।
তৎপর তাহার স্বপ্ন-আসা ভূকর্ষণে
দেয়যে চাপা অবনির তরে হাসি মুখে
ঊষার ভূমি ভরে তোলে সোনার ধানে
উর্বর করি নির্দয় মুঠিতলে ,
তাহার স্বপ্ন ভেষে উঠে
মাঠ ভরা ফসলের মাঝে।
সে তো মনের কথা ব্যক্ত করিতে কভু নাহি পারে
কিউকি সে যে অজোপারা গাঁয়ের ছেলে
তাহার জির্ণ গাত্র ছিন্ন বস্র
রোদে পুরে হোয়েছে ঘোরতল কৃষণ বর্ণ
তবুও তাহার অন্দরে আছে শুধু সততার আলো
হয়তো তাহার সনে মিসে রহে
ঘামের গন্ধ বারমাস,
যদিও তারে ঘিরে গড়েছে শহর-বন্দর
এগিয়ে চলছে আজো অগ্রগতির পথে
তবুও আজো তারে গেয়ো ভুত
বলে গালি দেই সবে
এহেতু সে যে অজোপারা গাঁয়েরী ছেলে।
তৎপর মাথার ঘাম পাঁয়ে ফেলে
মোদের তরে শষ্য ফলাবে উষার ভূমি খুরে
কিউকি সে তো অজোপারা গাঁয়েরী ছেলে
হিংসে-বিদ্বেস তাহার ধর্মে কভু নাহি সাজে।
সে যে পরের দুঃক্ষ ভোলাতে
অকাতরে শীয়ো সুখ বলি দানে-ক্ষান্ত নাহি রহে
জীবন যুদ্ধ করে , সর্বস্ব বিলিয়ে দিয়ে
শুধু একটি মুখের হাসির তরে।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ
নতুন নতুন গল্প / কবিতা পড়ার
জন্য আবার আসবেন
নতুন নতুন গল্প / কবিতা পড়ার
জন্য আবার আসবেন