সকল শুন্য ঘর - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা কবিতা - bangla kobita ।
" সকল শুন্য ঘর "
" ইউসুস ইসলা "
জানি এক দিন যেতে হবে ছাড়ি মায়া-মহী
ছিন্ন হবে বাধন , ভিন্ন হবে সবি।
দুপাঁ বারিয়ে একটু আগায়ে জমাতে হবে পাড়ি
সকল শুন্য ঘরে
আশার মোহে মত্ত রয়ে মরিচিকা ছলে ভুলে গেলুম তা-সবে।
আমায় আমি বড় বলে কী করিনে নির্বিশেষে
ক্ষমতার দম্ভে চলছি যতো ভ্রষ্টাচারিত রথের পথ
শুধু ভাবিনিতো চোখ বুজে
দুপাঁ বারিয়ে একটু আগায়ে জমাতে হবে পাড়ি
সকল শুন্য ঘরে।
গড়িতে লোক সুনাম সর্ব ক্ষেত্রে কী করিনা
কারসাজি লোক দেখানো সর্বত্রে
হয়না তাতে এতটুকো দিধা পরিতে কারো পাঁয় ,
কভু যদি কেহ মোর, ভুলেও হানে গ্লানি
তাপ-সহেনা-তর ছাড়িতে তাকে সকল শুন্য ঘরে।
শুধু ভাবিনিতো একবার, কি হবে তায় ?
দুপাঁ বারিয়ে একটু আগায়ে জমাতে হবে পাড়ি
আমাকেও এক দিন সকল শুন্য ঘরে।
কালের গর্ভে পরে যাব চাপা
মনেও করবেনা সে দিন কেহ,
থাকবেনা কোনো আর নাম নিশানা
জ্যাক জমক পূর্ণ ময় এতো সাজসজ্জা যে দেহের লাগী
সে দেহে একদিন করবে আহার মাটির পোকা
রাখবেনা আর কিছুই বাকি।
শুধু এক বার ভাবিনিতো চোখ বুজে
কী করেছি ? কী গড়েছি ? কি যাবে মোর সাথে ?
দুপাঁ বারিয়ে একটু আগায়ে জমাতে হবে পাড়ি
এক দিন সকল শুন্য ঘরে |
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )