upodes mulok bakko - usuf islam
তুমি কি ভেবেছ সহজেই পার পেয়ে যাবে ?
অথচ তুমি দেখেও দেখছো না তোমার চারি পাশ
কে অসুস্থ - কে বিপদগ্রস্ত অথবা অনাহারী
হতে পারে সে তোমার দ্বারে কিছুই বলেনি
বলেনি তার দুরবস্থার তোমাকে মম সম্মানের পানে চেয়ে
বুঝতেও দেয়নি তোমায় মলিন চাদরে ঢেকে রেখে
ছিন্ন বস্র অনাহারি পেটে ক্ষুদার আগুন জ্বেলে
সামাজের চোখে ধুলো দিয়ে চলে মম অসহায়ত্ব আড়াল করে।
কবে লয়েছ খবর তাহার? অথচ সে তব পাশেই রয়েছে
তার পাশে গিয়ে দাড়াও, তাকেই তো দান করিতে বলেছে প্রভু
সে দ্বান কেহ জানবে তো দুরের কথা , এক হাতের খবর যেন অন্য হাতে জানতে না পারে।
জানি সে তব দ্বান গ্রহন করিবে না, তাকে তুমি কর্জ হিসাবে দাও
এমন ভাবে যেন সে বুঝতে না পারে, এতে তুমি যে কোনো পন্থা অবলম্বন করতে পারো