Bangla kobita 2023 - kiyamot ratri - Usuf Islam - Bangla New kobita 2023 - songkotmoy din kabbo grontho - কিয়ামত রাত্রি

Bangla kobita 2021 - kiyamot ratri


                    "  কিয়ামত রাত্রি "
                       ইউসুফ ইসলাম

  সেদিন ছিলো শুক্রবার , জুম্মা শেষে

  হঠাৎ চকিত চমকে উঠি ,  আচমকাই থমকে দাঁড়াই

               শৌ-শন-নন-সো-সো

  বিকট শব্দ তরঙ্গ অভ্র ছড়ায়ে বর্ষা কায়ায়

          কি হলো , কি হলো, একি এলো 

  লাখে-লাখে-ঝাকে-ঝাকে উলকা অসিম বৃষ্টি সমে মৎস্য রাসি....!

  ভয়ে বিহবল থরথরো কাপিতেছে মানুষ-সমে-সৃষ্টি

  এ যেন এলো কেশে ঝড় অকাল বৈশাখী

                 মহা প্রলয় / কিয়ামত রাত্রি ।

  কতো রকম আমদ প্রমদ রং বেরঙ্গে ডলে পরা হাসি

  পশ্চাত্যের-দুনিয়াদারি-নিমিসেই চর্ণ হলো সবি

  ভয়ে বিহবল সবে , হায়হুতাসে কপাল ঠুকে / ছোটাছুটি করে

  হায় আমার কি হবে এ কি হলো পৃথিবীর ...?

          সবের মুখে শুধু এ-কথাই সরে

তা দেখিলে মনে হবে সবে উন্মাদ হয়ে গেছে ।

          আমার হৃদ-কম্প রুখলো প্রায়

  আর কোনো শব্দ সরছেনা কণ্ঠনালিতে

  শ্বাস-প্রশ্বাস এই বুঝি রুখে যায়

  এমন সমে মোর ঘুম ভেঙ্গে গেলো ।

  সকল প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রাপ্য

  হে আমার প্রভু , আস্রায় দাও বিতাড়িত শয়তান হতে ।

  এখনও আমার পুরো শরীল শীতল হয়ে আছে

  তখনো আমার হৃদ-কম্প সচল হয়নি

   ভয়ও  কাটেনি মম অন্দর হতে অন্দরে

  এ-কেমন, স্বপন দেখলাম আমি ?

  ঘুম আসে না মোর দুচোখের পাতায়

  অতল ভাবনার গহবরে রইনু-তালাএ

  মহা প্রলয় /সবিশেষ দিবস / কিয়ামত

              যে যাই বলি না কেন ?

        সে যে কি ভয়াবহ দুরাবস্থা ?

  তা ভাবনার চাহি বহুগুন বেশি ।

  স্বপ্ন-নহে , এ যদি বাস্তব  হতো তখন  ?

  না জানি কত বড় ক্ষতিগ্রোস্তের সম-ভূত হইতাম তবে

   সকল প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রাপ্য। 

  প্রভু আমায় সতর্ক করেছেন স্বপন যোগে

  সত্য দর্শনে যেন মম হৃদে-বিধে সেদিবসের সে ভয়াবহতা 

  যেন পশ্চাত্য ছারি সত্য দ্বীনে পরিপূর্ণ  রুপে প্রবেশ করি ।

  তিনিই একমাত্র এমন প্রকৃত-সত্য-প্রভু

  জিনি তার বান্দাকে এতো ভালোবাসেন

  আর বলেন থাকতে সময় নাও বুঝে এই জীবনের মানে

   ভুল সুদ্রে নাও সময় থাকিতে আর

  ক্ষমা চাইতে বলেন ,  যেন তিনি ক্ষমা করে দিতে পারেন ।

  সকল প্রশংসা ও কৃতজ্ঞতার প্রাপ্য শুধুই যে তিনি

  তিনিই সর্ব ব্যপি-অনাদি-অনন্ত-অদিতিয়ো এক সর্ব শক্তিমান 

    আর তিনিই আমার প্রভু মহান আল্লাহ

       প্রভুর  নামেই তৃপ্তিময় সুমধুর সুধা

                 প্রভুর কথাই অনন্তা  ।
 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url