বিয়োগ ব্যথা - ইউসুফ ইসলাম - Bangla new kobita 2024 - biyog batha - usuf islam - স্বপ্নের কথা.

 " বিয়োগ ব্যথা "
 " ইউসুফ ইসলাম "

এই তো সেদিন ঝরে আহত ক্ষতবিক্ষত 
নীড় হারা সঙ্গহীনা পাখির মতো, 
নীরবে ডুকরে কেঁদে কেঁদে বিলাপ বকিতেছিনু 
ঠিক তখনি তুমি এলে মেঘ হয়ে বৃষ্টির কয়াছলে 
শীতল করেছিলে ধুয়ে মনের সকল ব্যথা ! 
জানিনে কি সে করন হঠাৎ করে কিছু দিন বাদে 
উঠিলে রুসে ছেড়ে গেলে বহু দুরে। 
কতো কাল বাদে আশার আলো বয়ে 
দাড়ালে বদ্ধ দ্বারে ! 
আপ্লুত মনে আত্মহারা হয়ে খুলিনু সেই বদ্ধ দ্বার 🥰
আশায় আশায় না জানি কতো দিন হলো পার ! 
হঠাৎ করেই কিছু না বলেই শতো বর্জ্যেরি তুর্যে 
উল্কার ন্যায় পতিত হলে মম অন্দর 😓😓😓😓........!
তবুও তব প্রতি অগাধ সম্মান মম অন্দরে 🥰 
কারন আমি তো জানি স-বি বুঝি.....! 
পথে কুড়িয়ে পাওয়া ফুল , 
কারো গলার মালায় অথবা চুলের খোঁপায় ঠাই পায় না। 
বড়যোর ক্ষনিকের তরে কারো হাতে ঠাঁই পেতে পারে 
স-বি বুঝি 😓😓😓....
কিন্তু মন মানে না 😢😢😢😢.......।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url