Bangla kobita 2019 - sada ronger chobi -usuf islam - bangla new kobita 2019 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বাংলা নিউ কবিতা - সাদা রঙ্গের ছবি - ( প্রেমানল কোবিতা গুচ্ছ ) ২০১৯ সাল।
ভালবেসেছি শুধু তোমায় তব রূপের মহিমায় মুগ্ধ হয়ে নয়
এটাই কি সত্যি নয়, আজো কি দেখে তোমায়।
এই তো প্রথম বার হয়তো দেখা পেলাম তোমার
সময়টা এখন খুব সকাল, সাত তারিখ তিন মাস দুহাজার ঊনিশ সাল।
তৎপর আমি মুগ্ধ হলাম হলাম দিসে হারা বেসামাল
এতো এতো সুন্দর তুমি _ _ _ _!
ভাবনা আমার থমকে গেলো মনহরিসে স্নিগ্ধ সুখের পরসে
হঠাৎ, আচমকা সিউরে উঠে মন এক অজানা ভয়ে
কতো সুন্দর তুমি যেন এক পরমা সুন্দরী
তব তুল্য নহে আমি, কোথায় তুমি ধনির দুলালি
আর কোথায় আমি, গাঁয়ের ছেলে কৃষিকাজ করি।
জানো কি তুমি, যথাঅব্দি দেখেনি তোমায় মোর আক্ষিদয়
সাদা রঙ্গে ইশা নামে একেছিলাম ছবি মনেমনে
এই না ভেবে রং মিলিয়ে নেবো দেখবো যখন তোমারে
কতো সুন্দর করে একেছি আজ এ মনের গোহীনে
রঙ্গে রং মিলিয়ে, দেখতে যদি বুকটা ছিড়ে
হয়তো বুঝতে কতোটা ভালবাসি তোমারে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )