প্রেমাঘনী - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - bangla kobita - ভালবাসার কবিতা - প্রেমের কবিতা - দুঃখের কবিতা।

                   " প্রেমাঘনী "
               " ইউসুফ ইসলাম "


ভালবেসে কভু তুমি করো না কো ভুল

       হারিয়ে দুকুল দিতে হবে ভুলেরি মাসুল

সে যে সীমা হীন, কি নিদারুণ যন্ত্রনা

        বুঝলে পাইবে কি আর , ফিরে আসার বেলা

থাকিবে হেথায় রাত্রি নিঝুম, 
     
            গোহীন আধারে ডাকা |

মারন জালা প্রেমের মালা

           ধরিলে পরে ছাড়ে না আর

ব্যক্তি বর্গে সুধায় তাহা ,

              কুলক্ষি কহে স্বপ্নে মোরে

দিসনেরে পা অঙ্গান তুই ভালবাসার পথে

              প্রেমানলের দাবা দাহে

পুরবিরে তুই ধুপ শিখার ন্যায়ে |

               ( প্রেমানল কবিতা গুচ্ছ )

            

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url