কুফরে আকবার - ইউসুফ ইসলাম - sonkotmoy din - Bangla new kobita 2024.
" কুফরে আকবার "
" ইউসুফ ইসলাম "
কুফরি নয় শুধু মুর্তি পূজোতে
কুফরি নয় শুধু কবর সিজদাতে
কুফরি নয় শুধু প্রভু-দ্রহিতাতে
কুফরি নয় শুধু ধর্ম ত্যাগে
আরও কতো কথায় কতো কাজে কুফরি হয়
তুমি কি তা, জানো কী?
জানলেও তুমি তা পরিহার করেছো কী ?
মুসলিম হয়ে, না চাইলে শরিয়াহ
কুফরি আকবার হয় তাতে
তুমি কি জানো, বিধির বিধান
হোকনা সেটা, সগীরা কি কবিরা গুনাহ
হ্যালা তুচ্ছ করিয়া, ধুর তাতে কি হবে
এমন ভাবিলে অথবা বলিলে, করলে সে পাপ
তাতেও কুফরে আকবার হয়ে যাবে।