সমাহিত পথ - ইউসুফ ইসলাম - Bangla new kobita 2024 - স্বপ্নের কথা.

"সমাহিত পথ "
"ইউসুফ ইসলাম "

যদি আর কারো দরোজায় সময়  অসময়ে কড়া নাড়ার শব্দ নাহি বাজে 
তবে বুঝে নিয়ো এই অধমের চলার পথ সমাহিত হয়েছে 
জানি কড়ার শব্দ শুনে শান্তির ঘুম ভেঙ্গেছে
 অনেক রাগ, অভিমান, ঘৃনার পাহাড় জমেছে অন্তরে
আমি তাহাদিগের বলছি যদি পারেন, আমায় ক্ষমা করে দিয়েন! 
সত্যি বলছি, কাউকে হেয়ো-নিচ করার জন্যে একথা বলছি না 
শুধু মনটাকে একটু মিছে শান্তনা দেবার ছল  করছি......! 
কড়া নাড়ার শব্দ শুনে দরজা তো খুলেছে সবাই 
তবে কেহ মুখ ফিরিয়ে নিয়েছে কেহ অপহাস করেছে কেহ করয়াছে অপমান 
তবে এসব নিয়ে তাহাদের উপর কোনো অভিমান নেই মনে 
দুঃখ শুধু একটাই, যাকে খুঁজেতেছি তার দেখা আজো পেলাম না 
সে শুধু স্বপ্নের মাঝেই রয়ে গেল, রয়ে গেল কবিতার খাতায় 
প্রভুর দ্বারে দুহাত জোরে প্রতি ক্ষনে শতো প্রার্থনায় প্রার্থিত ধন। 
এই অধমের চলার পথ সেই দিন হবে সমাহিত 
যে-ই দিন তাহারে খুঁজে পাবো অথবা জনম কাল হবে সমাপ্ত! 

( স্বপ্ন লেখা কাব্য গ্রন্থ ) 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url