দেখেও দেখিনি আদো - ইউসুফ ইসলাম - Bangla new kobita 2023 - sopno lekha kabbo grontho - dekheo dekhini ado - দেখেও দেখিনি আদো।

                " দেখেও দেখিনি আদো "
                     " ইউসুফ ইসলাম "



আমি দেখেছি তোমায় দেখার মাঝেই না দেখায় 

রং বেরঙ্গে মিছে কায়ায় কতো রঙ্গে কতো ঢঙ্গে 

              এবার-ওবার আর কতো বার 

    যতো বারি এলে কাছে , না বলে না কোয়ে 

চলে গেলে দেখিয়া আড়াল হয়ে সাড়া না দিয়ে ! 

কতো খোঁজা খুজি করি কতো দার ঘুরি 

সেও তো জানি বুঝি কম কষ্টে রহনা তুমি আমায় আড়াল হতে দেখি....! 

সে কালের সেই ভুলের মাসুল আরও কতো কাল দিতে হবে, জানিনে আমি 

সেদিন তুমি ছিলে চুপটি করে বসে ফুল সজ্জার খাটিয়াতে 

ভীষণ লজ্জায় দেখা হয়নি তোমায় , হয়নি বলা কথা 

তারি তরে সেদিন হতে যতোবার এলে তুমি দুরে দুরেই রয়ে গেলে....! 

আড়াল রয়ে তুমি তো আমায় ঠিকি দেখো 

তোমায় শুধু আমি-ই পাইনে দেখিতে.....! 

তুমি কী জানো ? তোমায় দেখিবার বড্ড তেষ্টায় উথলা হৃদয় 

যখনি খুঁজে ফিরে তোমায় ঠিক তখনি যাও চলি 

শুন্য সজ্জা মিথ্যে স্বপন ধরি , এ অপূর্ণতার ভীষণ দাব-দাহ 

না জানি কোথা কবে শেষ হবে , সে-সব জানে শুধুই বিধাতা মম।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url