Bangla new kobita 2024 - sto ovijog amy - usuf islam - songkotmoy din kabbo grontho
আন্তিম কালে বলা সেই শিশুর কথা
আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দিবো...!!!
স্রষ্টার কাছে বলা সেই শিশুর অভিযোগ আমি
মুসলিম আমি , বিপ্লবী আমি , আমি চির রণবীর , চির উন্নত মম শীর।
নির্জাতিত-নিপিড়িত সেই অন্ধকারায় বন্ধ বোনের আত্তোচিৎকার আমি
হায় হুতাশের হুতাশী আমি
ফন্দিকারায় বন্ধি মানুষের অশ্রুজল আমি
হাহাকারে আশা দীর্ঘশ্বাসের অংগার আমি
আমি উগ্রক্ষিপ্তধুমকেতু জ্বালা কাল বিষাধর ফনি ।
আমি কাল ভইরব-রুদ্র-মহেশ্বর নই , আমি তারো অধিক
ভূয়োস্রষ্টার অনা সৃষ্টি-তারে-সমে-সবিই গ্রাসিবো আমি
স্বর্ব-মহাশক্তিধরের মনোনিত শক্তি আমি
আমি অকালের মহাকাল হয়ে আসিয়াছি
আসিয়াছি গ্রাসিতে আমি অপশক্তির শক্তি সবি ।
ওরা আজ রক্তদিয়ে খেলছে হলি
চারিদিকে শুধুই লাশের গন্ধ ছড়াছড়ি
কাফন নেই দাফন নেই পচেগলে একাকার সবিই...!!!
গুলিবিদ্ধ-বোমার আঘাতের ছিন্নভিন্ন মানবতার ক্ষুদ্ধো কাতরতা আমি
এক সত্যের বাণী হীনা মানিনা কোনো শাসন-বারণ-পচ্যাত্তের সংবিধান
সংহার করিবো সবিই আজিওকাল
সভ্যতার নামে অসভ্যবরবর্তা
চুর্ণ করিবো সবি যত অন্যায়-অনা-ভ্রষ্টাচারি-দানব-অসুর ।
মহাপ্রলয় উল্লাসে আজ মেতেছি আমি
অগ্নি জ্বালাময়িই মোর উজ্বল দৃষ্টি দেখি
মন চলার গতিবাহি ছুট মারি পালায়
যত কালো মায়া-কালোছায়া-স্ব-হিংস্র-কুমনু-ফাসিক
কাপিতেছে ভয়ে থড়থড় রবি-চন্দ্র-ভইরব-রুদ্র
আমার আগমনী শব্দে ভাবিল মহাকাল ধুমকেতু-উল্কা-অসীমবৃষ্টি
না হয় বিশ্ববাসীর মহাত্রাস আমি
অরে ভুয়ো ঈশ্বরই-ভগবান লুকাইলি সব
এযে মোর খুব কিছু নয় শুধু অগ্নিঝরা হৃদকম্পন
আমার পদচিহ্নের অগ্নিদাহনে অংগার হবে আজ পশ্চাত্য-মিথ্যে-পুরাটন ।
রুখবে কে আয় ? দেখি আজিওকাল গ্রাসিব
সবিই
যত অন্যায়-অনা-ভ্রষ্টাচারি-দানব-অসুর
সত্য গ্রাসি ত্রাস নাসি আসিয়াছি আমি ।
সত্যের রাহায় ডাক পরেছে , মিথ্যাকে ছাড়
এই দেখো চরণ তলে মোর দুলছে মরণ
ভয়কে হরণ করি কে করবে জয়কে বরণ ?
অই দেখো ভয়ে সংকিত আজ ঝুট-ঝুটারা
সত্য সাধক নহে এমন , সীর উঁচু করে রয় তারা
ঝুট শাসনে করি শাসন শ্বাস যদি হয় শেষো
কে আছো বীর এসো ?
বল আমি দৃষ্টিহীন নই মনে রেখো ,
কোনো অন্যায়-অনা-ভ্রষ্টাচার যেন না হয়
বল আমি বধির নই মনে রেখো ,
কারো বুক ফাটা মোর এসে বিধে
আর সে কান্নার হেতু যেন কোনো জালিম না
হয়
তবে যেন রেখো উপারি ফেলিবো এই বিশ্ব ।