এখন কেন কাঁদো - akhon keno kado - usuf Islam - bangla new kobita 2023 -

              " এখন কেন কাঁদো "

akhon keno kado

                 " ইউসুফ ইসলাম "

 আজকে সবাই হাসতেছ হেসে নাও যতো খুসি হেসে নাও উপহাসের হাসি....!
কিচ্ছুটি এখন বলবোন আমি
তবে হঠাৎ করে কাঁদিয়ে সবকে জমাব পাড়ি অস্তপারার দেশে
সেদিন কাঁদবে যবে কাঁদবে সবে বিয়োগ ব্যথায় বিভোর রবে
ঠিক তখনি আমি হাসবো হেসে হেসেই লুটোপুটি খাবো
আর বলবো আজ কেন কাঁদছো সবে....?
যবে ছিনু কাছে সে কালে তো ভুলেও কভু দেখনি ফিরে
তবে এখন কেন কাঁদছো সবে........?
সেদিন তো শুধুই উপহাস করে ছিলে
করে ছিলে তুচ্ছ মূলহীন বাদল দিনে ঝরে পরা পাতার মতো
বঞ্চিত, লাঞ্ছিত, হেয়ো, অপমান কি করনি তখন বলো....?
এখন তবে কাঁদছো কেন বলো...? কি বলবে বলো....?



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url