প্রস্তাব - ইউসুফ ইসলাম - Bangla new kobita 2023. prostab. sopno lekha kabbo grontho.

                                " প্রস্তাব "
                          " ইউসুফ ইসলাম "

আজ সর্গের বুকে বাড়িয়েছি হাত 
ধরার বুকে করি বসবাস 
ডাকিতেছি দিবানিশি এথায় বসি
এই দ্যাখো জনোমনা হীন ছোট্ট কুঠির ! 
তুমি কি আসবে ? ঐ সর্গের সুখ ছাড়ি 
মম হাত ধরি কষ্টের সাধে তৃপ্ত রহিতে বারো মাস। 
সোনা দানা ভোরি ভোরি লোক্ষোলোক্ষো টাকা করি 
তব পনের নিকাশ সুধিবো কেমন করি? 
পন যে প্রভুর ফরজে বিধান 
বলো কেমনে সুধিবো ক্ষমা চাহি
সীমা লংঘীবার উপায় তো নাহি। 
মোর সাধ্যে আছে অতি সামান্য 
জামানার সনে তালমিলে নাহি পারি। 
হাজার ৩০ খুব জোর ৪০ তার চাহি সাধ্য আর নাহি ।
তুমি কি আসবে বলো মম দারে 
এই জীর্ণ শীর্ণ ঘরে? 
তুমি কি জানো কি আছে এমন? 
আগুনের চাহি কতো শতো গুন দাহ কারি, 
ইর্ষা - গীবত - অহমিকা - মিথ্যাচারণ
এরাই হলো নেক আমল ধংসের অন্যতম কারণ।
সাদামাটা জীবন যাপন কতোই না উত্তম 
মানিয়ে নেয়া সর্ব হাওলাতে সবরের সহিত 
প্রভু যেন সন্তুষ্ট রহে তারি তরে পথ চলা.................। 
এই এতটুকু চাওয়া মোর তব দারে 
ত্যাগিতে হবে শুধু দুনিয়ার মোহ মায়া 
কথা দাও হাতে রেখে হাত চলিবে বাকিটা পথ
প্রভুর নামে করি শপথ টলিবেনা কভু ভুলিবেনা পথ
এই দুনিয়ার মিছে মায়ায় ........। 



( স্বপ্ন লেখা কাব্য গ্রন্থ ) 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url