Bangla kobita 2019 - songgopone osru jhore - usuf iislam - bangla new kobita 2019 - premanol kobita guccho.
" সঙ্গোপনে অস্রুঝরে "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
কি বলে ডাকবো তোমায় মনে জাগে ভয়
চিরচেনা হয়েও আজ অচনা মনে হয়
শুধু ভয় হয়, কি বলে ডাকবো তোমায়
মনে হয় তুমি নেই , নেই , আজ অন্য কেহ।
তবুও তোমাকেই বলছি শোনো
যদি পারতাম দেখাতে তোমায় জীর্ণহৃদয়ের অনুভুতি ,
বেদনাহত ক্ষতবিক্ষত মৌনমলিন বিদীর্ণ হিয়া।
কতো রকম স্বপ্ন ছিলো মনে ছিলো আশা
স্বপ্ন ছিলো তোমায় নিয়ে বাধবো সুখের বাসা,
স্বপ্ন ছিলো এক জ্যোৎস্না ঝরা রাত হাতে রেখে হাত
সাগর জ্বলে প্রথমে ভিজাব পা তৎপর শরিল
ভিজে যাব দুজনে, ভিজতেই থাকব সারা রাত
তার চেয়ও বড় সাধ শুধুই একটি রাত
তোমার বুকে মাথা রেখে ঘুমাব , শুধুই একটি রাত
( হুমহ ) স্বপ্ন ছিলো সুন্দর এক বাসর রাতের
কিন্তু সে বাসরে যে তোমাকে পাবনা থাকবে অন্য কেহ
সে কথা ভাবতেই দুচোখ জ্বলে ভরে উঠে মানতে পারিনে কিছুতেই
তখনি আকাশ পানে চেয়ে বলি প্রভুর দ্বারে
চিরচায়িত এ গরিব-ধনির ব্যবধান মিটলোনা বুঝি আর
তজ্জন্যে মৌনমলিন মুখে নিরবে সঙ্গোপনে অস্রুঝরে।
মোর স্বপ্ন-আশা ভেঙ্গে গেল সবি অপুরণ অবহেলায়,
যেন অপুষ্ট গোলাপ কুড়ি অকালেই ঝরে যায়।
আজ আপন করেও করলিনা আপন
হাজারো অবহেলার ছলে ফিরিয়ে দিলে
মনে রেখো, তুমিও কাদবে একদিন ভাষবে আক্ষিজ্বলে
যেদিন বুঝবে আমার মতো আর কেহ ভালবাসেনি
তোমাকে, সেদিন আমাকেই পরবে মনে চিন্তাচেতনায়
বলবে তখনি কেহ এক জন এসেছিলো জীবনে আমার
যে কি না পাগলের মতো ভালবাসতো আমায়।
আজ পেলামনা মূল্য আমি অস্রুজ্বলের, তারি তরে হতেওপারে
একদিন কাদবে, কাদবে তুমি আমার চেয়েও খুব বেসি।
যেন এদিনের তরে সেদিন কভু ফিরে নাহি আসে হে আমার প্রভু
ভালো রেখো তুমি তারে, সইব কেমনে বলো তার চোখে জ্বল এলে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )