sotter ahoban - usuf islam - bangla new kobita 2017 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - bangla kobita.
" সত্যের আহবান "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
গগন গর্জে বলিয়া ফিরে
কি যে কর কী দেখছ চেয়ে?
বিজয়ের ঐ ঝন্ডা পরছে নুয়ে
ঘুন পোকারা দিচ্ছে কেটে সর্ব শাধন
বাধন গুলি। পরগাছার হচ্ছে ভারি
গড়ছে সারি করতে রাজত্ব ,
রাজনীতি আজ রুদ্ধ ঘরে
দুর্নিতি সে বাধন হারা, করছে
তাকে বরন তারা। এখনো কী থাকবে বসে?
দ্বীনের আলো নিভিয়ে দিয়ে
করবে কালো ভুবনটাকে।
দিচ্ছে বলি শাধু গুলি, রাত পোহালে
দেখবে তখন আছে আর কজন বাকি ?
করবে সারা মানুষ গুলি।
আর থেকো না বসে রক্তে তোমার আগুন
জ্বেলে, দাওহে পারি ভীমকারার
ঐ ভিত্তি নারী, কত মানুষ আছে বসে হাত
বারিয়ে তোমার দিকে, কি যে কর
কি দেখছ চেয়ে দাওহে সারা সত্যের আহবানে ।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )