manus nahi mile - usuf islam - bangla new kobita 2018 - সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল
আমি মানুষের মত মানুষ হতে চাই , নাম ধারি নহে
মানুষ চলেছি খুজে এই ভবো দ্বার ঘুরে ঘুরে
উহার পরশে যেন নিজেকেই নিজে খুজিয়া পাই
আমি মানুষ হতে চাই ।
উহার লাগি করিতেছিনু ভ্রমন আজিও ভুতল ভরি
জানিনে আমি কেবা মানুষ , কোথায়-কোন-বিদেশে
শুধু মানুষ নামের মানুষ দেখি , মানুষের মতো মানুষ নাহী মিলে।
তেপানতরের মাঠ পেরিয়ে সাহারার বুক ছাড়িয়ে
মানুষের কথা শুনে , দৌরে গিয়ে হেথায়
শুন্য হাতে ফিরি ঘরে , মানুষ নাহী মিলে ।
বুঝিলাম পরিশেষে খুইয়ে সয়ম তাফ-তাক
মনরে বলি শোনরে তুই , চলবি তবু সঠিক পথে
তোর দখাতে মানবেরা চলবে সবে এইনা পথে
মানুষ পাইনে খুজে এ ভবেতে ।
ও মন ভুল করে তুই দিশনেরে পা ভ্রান্ত পথে
তারি তরে কেহ মানুষের মতো মানুষ খুজে নাহী পাবে
ওরে মন চলরে তুই সত্য পথে
দেখবি তবে খুজে পাবে মানুষ সবে এইনা পথে।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )