অশ্রু অঞ্জলি - ইউসুফ ইসলাম - bangla new kobita 2023 - osru onjoli kabbo grontho.
" অশ্রু অঞ্জলি "
" ইউসুফ ইসলাম "
সৃতি-তটে কল্পজগতে আবেগ পূর্ণ ঘনো খনে বিভোর হইনু যবে
ঠিক তখনি দেখেনু তায় মম আখুঁ দয়
মন অজানায় জলোফোয়ারায় উপচে গড়ায় আবেগি কান্নায়....!
এ যেন অঝোর ঝর্ণাধারা, ফোটায় ফোটায় অশ্রু অঞ্জলি দিয়ে যায়।
এমনি করে কতো কি যে হায় মর্মাহত দুঃখ বেদনায়,
ক্ষত বিক্ষত তিব্র ব্যথায়, কারনে অকারণে দুচোখ ভরে অশ্রু গড়ায়।
তারি তরে হায় বিবেক ডাকিয়া কয় হায় আফসোস কিতা করছস.....!
মুদির দোকানে হীরে, মানিক বিকিতে গ্যাছোস হায় আফসোস.....!
ওরে বোকা সামান্য হীরে মানিকের মূল্যই যদি সবে দিতে নাহি পারে
তবে ভাবলি কি করে অশ্রু অঞ্জলির সঠিক মূল্য পাবি সৃষ্টিকুলের দ্বারে
বৃথা গেলো সবি বৃথাই গেলো তোর অঞ্জলি যতো......!