এক ফোঁটা অশ্রু জ্বল - ইউসুফ ইসলাম - bangala new kobita 2023 - Ek fota oshrujol - usuf islam - osru onjoli kabbo grontho - islamic kobita - অশ্রু অঞ্জলি কাব্য গ্রন্থ ।
এক ফোঁটা অশ্রু জল
ইউসুফ ইসলাম
এক ফোঁটা অশ্রুজলের কত যে মূল্য বুঝবে সেদিন বুঝবে সবে
অস্তপাড়া মাড়ায়ে চলবে যবে অবিনাশী - উদয় - রথে
অফুরান জনম যাত্রা পথে বুঝবে সেদিন বুঝবে সবে।
নিদারুণ বিপথ-সংকুল-পুরা-ভরা তথায় তমাছান্ন
জামিনির কলে নিথর নিশ্বব্দ কান্তর রথে
একাকি পথে কতই না মূল্য এক প্রজ্জলিত মশালের ।
তবে এক ফোটা অশ্রুজলের তুল্যে কিছুই সে নহে
তার তূল্যে তাহার মূল্য অতি নগন্য নিতান্তই ছোট ।
সে পথে নিশিতে নহে দিবালোকে কোন সে হতবুদ্ধ মশাল জালে ?
আদো স্বমূল্যে বুঝিনি মূল্য এক ফোটা অশ্রুজলের
তাই বুঝি আজ মশাল জালি সবে রাতে নিহে দিবালোকে!
বুক ভাসায়ে অশ্রুজলে হেও তুছ্য কারণে অকারণে এতো এ ক্রন্দন
মরিচিকার আলেয়ার পিছে মিছে-মায়া-মিছে-সুখে
বিভর রহিনু সবে আবেগের বসে বিবেগ ক্ষুয়ে ঘোর বিবভ্রান্তিতে !
কে জানে এর মূল্য কতো ?
কে পারবে দিতে এর সঠিক দাম ?
সেই তো মহামহিয়ান, যাহার সমকক্ষ কোথাও কিচ্ছুটি নহে
নহে - কিছু - মহিয়ান, তিনি এক অদিতিয়ো সর্ব শক্তিমান
আর তিনিই তো মোদের প্রভু মহান আল্লাহ
তিনি হীনা কে পারবে আর কাহার আছে অনন্ত - সবি - অফুরানে - পুরা - ভরা?
বলিই তব চোখের জল যদি এতোই বেসি হয়ে থাকে
তবে যা - না, গিয়ে না হয় তার পাঁয়ে দুফোঁটা অশ্রু জলের অঞ্জলি দিয়ে আয়
যে তব অশ্রু জলের সমূল্যে মূল্য দিবে
বুঝবে সেদিন বুঝবে সবে!
ঘোর আফসোস করবে শুধুই আফসোস
সেদিন যে কোনোই লাভ হবেনা অশ্রুজলের বন্যা বহিয়ে
কঠিন তাপে লালে লাল হলে লোহা
তখনই হাতুড়ি মেরে নতুন আকার দেয়া যায়
তাই বলে শীতল হলে নয়
মনে রেখো সময় করিলে ব্যয় ভুল পথে
স্ব-পথের লাগি স্ব-সময় বসে নাহি রয় ।
কে জানে মরন কালের এ-জনমে আয়ু কতক্ষণ কার এখানে ?
যা কিছু পুঁজি তোমার এখনো তাহার বুঝলে না মানে
হিসেব হবে যবে সবের বিচার মিজানে
বিনয়ী-নতো-শীরে এক ফোঁটা অশ্রুজলের কতো যে মূল্য
বুঝবে সেদিন বুঝবে সবে ।
( অশ্রু অঞ্জলি পদ্য কাব্য )