দুঃখ হেরী সুখ - ইউসুফ ইসলাম Bangla new kobita 2023 - Dukkho heri shukh - Usuf Islam - songkotmoy din kabbo grontho - বাংলা কবিতা - ইসলামিক কবিতা
" দুঃখ হেরী সুখ "
ইউসুফ ইসলাম
ঝড় এসেছে তাতে কি হবে ?
আরে করবে না হয় চুর্ণ সবি
তায় দেখবি তবে যাবার পরে
ফুল হাসিবে নতুন সাজে নতুন গাছে ।
আরে গাছেরা যদি নাইবা ছাড়ে পাতা
তবে কেমন করি সাজবে তারা ?
বিথা রবে ফাগুন হাওয়া রবে নাহি শোভা ।
না-না-না-নাহ ভয় করো না কোনো ভয় নাই ভয় নাই
রাত্রি যতই হোক না গভীর প্রভাত ততোই সনিকটে
কোনো ভয় নাই ভয় নাই ।
প্রখর রোদের শেষে বিকেল আসে গোধুলির সাজে
প্রশান্তি আসে দুঃখের শেষে ভয় হেরী জয়ের দেখা মিলে
সরল সিধা পথ লোভিতে হলে হয়রে সহিতে কাটার আঘাত
আগাছা করিতে হবে ছাপ
তবেই না লোভি-লোভে-সরল-সুগম-পথ ।
নাহি চোসি জমি আগাছা না তুলি
তায় বুপিলে বীজ সেকি হবে নারে বরবাদ ?
দুঃখের ভয়ে মুখ গুজালে আশ-পুসি মনে
শীতের ভয়ে চাদর গায়ে রইলি পরে
তায় কেমন করি ভাবলি তবে স্বচ্ছ হবি স্নান না সেরে ?
রইতে সময় দেখনা বুঝে চল্লে পরে
কোন সে রাহে উদ্যান রহে পাদো তলে নহর বহে ?
(সংকটময় দ্বীন কাব্যগ্রন্থ)