Bangla kobita 2023 - Bolechile pase robe - Usuf Islam - বলেছিলে পাশে রবে - Bangla new kobita 2023



                " বলেছিলে পাশে রবে "
                        ইউসুফ ইসলাম

বাহারি রঙের স্বপ্ন বয়ে এসেছিলে তুমি মনের কুঠিরে

সাজায়ে তব হাতে গেথেছিলে সবি মনোময় কথা মালা

তোমারি সাজে সাজায়েছিলে সারাটি কুঠির

সে তুমিই চলে গেলে রইলে না আপনা সাজে

মুছে দিলে সে হাতেই ভেঙ্গে দিলে সুরম্য সাজানো সে ঘর !

কথা ছিলো পাশে রবে জনম থাকিতে হবে না যে পর

সে তুমিই চলে গেলে আমাকে ছেড়ে দিলে শূন্য কুলে

দরিয়ার অতল গহীনে সাব ডুবু খেয়ে যাই হারিয়ে ৷

তাই না দেখি ঐ আকাশ ঐ বাতাস তামাশার ছলে উপহাস করে

আজ নিজের প্রতি নিজেরি ধিক্কার আসে করুণা জাগে হৃদে । 

       শুধু আশ্চর্য বিষয় কি জানো ?

এখনো হাসি আমি তব সুখে-কাদি দুখে

তবে অশ্রু ঝরা চোখে মুখোমুখি হবো না

আর দেখতে ও পাবে না কভু  অপলোক

দৃষ্টিতে তোমার দিকে তাকাএ থাকিতে ৷

মম-হৃদে যত ঝড় বহিতে থাকে থাকুক

তবে তব স্বপ্নে ব্যাঘাত ঘটাবো না আমি

বলবো না ফিরে আসো তুমি আর যে সহিতে পারছিনে আমি

তুমি হীনা মরুধূসর মম আন্তর কানন ।

অনর্বর আঘাত খেয়ে নিশ চুপ নিথর হয়ে ব্যথাই গেছি ভুলে

এখন আর ব্যথা লাগে নারে হৃদে

আজকাল বেদনাই প্রিয় বন্ধু হয়ে উঠেছে মম

তাই না দেখি দু-চোখের লোনা জ্বলও সঙ্গ ছারি দিয়েছে এখন ।

তুমি যে আমার হাসি নিয়েই শান্ত  রওনি

নিয়েছো কাড়ি দু-চোখের লোনা জ্বল !



        (   প্রেমানল কবিতা গুচ্ছ  )




  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url