Bangla new kobita - 12 ta beje 10 - songkmoy din kabbo grontho - bangla new kobita 2023 - ১২ টা বেজে ১০

Bangla new kobita

                  " ১২ টা বেজে ১০ "
                      ইউসুফ ইসলম

  ১২ টা বেজে ১০, এখন অনেকটা গভীর রাত

  পুরা নিঝুম নিস্তব্ধ সারাটি পারা কোথা নেই কোনো সাড়া

        ভাবতেই গা ছমছম করে উঠে

  এই ঘটঘুটে আন্ধারে যেতে হবে একা একা

  অনেকটা দুরের পথ, চলতে চলতে হঠাৎ করি

  শিউরে উঠি ভয়ে , চোকিতো চোমকে উঠি থমকে দাঁড়াই

          পিছু ফিরে কিছু দেখিতে না পাই

  ঘনো আন্ধারে থেমে থেমে আসা ক্ষণে ক্ষণে অদ্ভুত শব্দ শুনে

  যতটা আগাই সামনের দিকে অতটাই জাগে ভয় মনে

  ছম ছম করে গা শীতল হয়ে আসে ........!!

  এতোক্ষণে বাড়ির মুখ দেখিলাম অবশেষে

  হাত মুখ ধুয়ে বাকি কাজ সেরে ঘুমালাম যবে

  স্বপ্ন বিভরে কে যেন ফিরে ফিরে এসে বলছে মরে

  কিরে.... , এতো ভয় পেলি এই সামান্য আধারে....?

  এই এতোটুকো পথ একা একা ছিলি বলে

  অথচ তোর ডাকে তখনো সাড়া দিতো কেহ না কেহ

  রাত যতটাই গভীর ছিলো না কেন.....?

তুই কতটুকো ছিলি একা আর কতোটুক ছিলি ফাকা.....?

  হয়তো দুচোখের আলোয় যায়নি তেমন দেখা

  তবে আপছা আলোর দিশা ছিলোতো দূরে কোথা ।

          তাও কতই না ভয়ে কাপছিলি তুই । 

  অথচ মহাশুন্য লোকের কথা গেলি ভুলে

  ভুলে গেলি সে-দুরদিনের কথা

  ঘনো আধারের পরে আধার তারো অধিক আধারের কথা

  কেমন করি রইলি ভুলে মহা ভয় ,  মহা বিপাকের কথা

  অথচ রইলি পড়ে মিথ্যে ভয়ে শীর লুটায়ে

  আর রইলি মাতি মিথ্যে ভ্রমে মরিচিকা আলোর পাছে ।

    

              ( সংকটময় দ্বীন কাব্যগ্রন্থ ) 
 

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url