Bangla kobita 2023 - Uddhotow jonopod - bangala new kobita 2023 - songkotmoy din kabbo grontho
" উদ্ধত জনপদ "
ইউসুফ ইসলাম
এ-দ্বীনের আলো সে বীভৎস আধার দিনে একদিন আচ্ছন্ন হবে
মুছে যাবে এ-দ্বীনের স্বচ্ছ আলো
বীভৎস আধার কায়ায় ছেয়ে যাবে পৃথিবী
উদ্ধত সেই জনপদে ।
বস্ততঃ সত্য সাধনের চাহি উহা কায়েম রাখা কতই না কষ্ট
আর কষ্টের পরক্ষনেই রয়েছে সস্তি ।
অনন্তর মিথ্যে প্রয়াশ রহিনু পরে
ভোগ সম্ভার লয়ে দৃষ্টি ভ্রোমে
তজ্জন্যে তা-সবি জ্ঞতসারে
তায় করিয়া অবলোকন হয়না কারো অন্তর ভীতু-করণ
অনতি বিলম্বে ক্রমে-ক্রমে আসিতেছে আধার-দিনের
কায়া তলে উদ্ধত সেই জনপদের পূর্ণতা লয়ে।
অনন্তর অন্ধকার কায়া ছলে পামোর মেকি
আর ভ্রষ্টাচারে ছেয়ে যাবে ভুতল ভূমি ।
আজ যাতিছে তলায়ে বিশ্ব-দ্বীনের সচ্ছ আলো
আধার কায়া তলে ভ্রষ্টাচারের অতল গহবরে
তায় বিধে নারে কি কাহারো হৃদে এ ভাবোনার যাতন ?
তথায় কে জালাবে আলো ?
কে দেখাবে পথ ?
আজ সত্য সাধিনে বিমূখ রহিয়াছে সব
থাকতে সময় করছেনা বিরোধ করছেনা পতিরোধ
যতসব অন্যয়-অনা-ভ্রষ্টাচারের ।
কেমন করি হয়রে সরল-সুগম সকালের কাজ বৈকালে ?
তায় এ-দ্বীনের সচ্ছ আলো সে দুরদিনে একদিন আচ্ছন্ন হবে ।
এখনো সময় আছে ঘুরে দাঁড়াও ফিরে এসো সবে
দ্বীনের সচ্ছ ছায়া তলে ।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )