Bangla kobita 2023 - bangla new kobita 2023 - songkotmoy din kabbo grontho
" সুরম্য বিকেল "
ইউসুফ ইসলাম
গোধুলি মাখা পড়ন্ত বিকেল
সবের দ্বারে সুরম্য মনোময় উপভোগ্য বিষয়
তবে এমন করি হয়তো কভু দেখেনি কেহ ভাবি
পড়ন্ত মানেই তো শেষ মূহুর্ত, শেষ ক্ষন
এ ধারায় সর্ব জুরি পরবে ছড়াএ সেই আকালেই
সারাটি বেলার রুপ ধরি তায় পুঞ্জিভূত করে।
কিন্ত সে কি আদো পেরেছে পৃথিবীর সর্ব জুরি সর্ব কোণে
তাহার সুরম্য রূপ এক-ক্ষনে করিতে প্রকাশ ?
আদো কি সম্ভব তাহার এই স্বপন পুরিত হবে ?
প্রতিনীয়োতই এ না পারার ব্যথা বুকে ধরি
ঊদয়-অস্ত বিরামহীন একই কর্মে রহে ব্যপি
নিজের কষ্ট আড়াল করি সাজে আনন্দ দিতে সবকে
এই তো তাহার শেষ মূহুর্ত
আর মোদের দ্বরে সুরম্য মনোময় পড়ন্ত বিকেল
সারাটি বেলার স্বপন তাহার হয় না পুরোন
তুবও সে হাসে অপরকে হাসাতে ঢেউয়ের তালে তালে
নিজেই তলিয়ে যায় দুঃখ জ্বলের অতল গহবরে
ঊদয় কালে মিঠেলে রোদে স্বপন বোনি নতুন করি
মানুষ যেন বাচতে শেখে নতুন করে স্বপ্ন দেখে
চলতে পারে শান্তি-রাহে
যেন উথান কালে জয়ের নিশান হস্তে রহে ।