Bangla kobita 2023 - fondi kara - usuf islam - songkotmoy din kabbo - bangla new kobita 2023

                    " ফন্দি কারা "
                   ইউসুফ ইসলাম

  খুলে দ্যাখ তোর বদ্ধ দুয়ার

  কেমন করি যায়রে কাটি ঘুটঘুটে অমানিশার অন্ধকার ।

  দ্যাখরে চাহি দ্যাখ গুনছে প্রহর
  
  প্রভাত তোর দুয়ার দ্বারে

  দিন ফুরায়ে রাত্রি আসি যায়

  তবু তোর দেখা নাহি পায়

  সময় কাটা থেমে নাহি রয়

  উদয় অস্ত দেখবি যদি দুয়ার খুলে আয়

  অন্ধকারায় বন্ধি যারা , তাহার চাহি কম কীবা ?

  অন্ধঘরে পরে থাকা ।

   ফন্দি কারায় বন্ধি হয়ে অন্ধঘরে যারা রইলি পরে

  তোরা সবে আয়েরে দেখি দুয়ার খুলে আয় ..!!

  আরে ভয়ের কাছেই ফন্দি কারা

  জয়ের কাছে নয় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url