আধারে চাদর - ইউসুফ ইসলাম - Bangla kobita 2023 - Adhare cador - Usuf Islam - Bangla new kobita 2023 - songkotmoy din kabbo grontho. - Bangla kobita
" আধারে চাদর "
ইউসুফ ইসলাম
চারি দিকে শুধুই অমানিশার অন্ধকার
অযাচিত-বরবরতার চাহি আরও অধিক হেয়ো
সভ্য-সভ্যতার কায়া ছলে আসিতেছে ধেয়ে
সেই আধার চাদরে ঢেকে দিবে পুরা বিশ্ব ।
সকাল পেরিয়ে দুপুর হলো বেলা যে বয়ে এলো
সেই আধারে প্রভাত হয়ে কে আসিবে ?
উজল করি কে জ্বালিবে আলো ?
ভয়ে বিহবল অসহায় নরো-নারী-বয়োবৃদ্ধ ...!!
হৃদ-কুঠিরে আসার প্রদীপ নিভু নিভু প্রায়
ঝাপসা কায়ায় এই বুঝি হারায়
তবে কি আর অমানিশার আধার কাটি হবে না বুঝি প্রভাত ?
পুরোবীর কোল জূরি উজল করি জ্বলে
উঠবে নাকি আর প্রভাতের ঐ রবি ?
এ যে শুধুই অন্ধকার ঘুটঘুটে অমানিশার আধার
দু-চোখে কিছুই দেখা যায় না , এ কি মানুষ নাকি পশু ?
কে কারে ধরে , কে কারে খায় ?
বেচে থাকাই যেন বিষাতুর জ্বলাময়
দিবানিশি অভেদময় বোঝা নাহি যায়
শুধুই অন্ধকার আর অন্ধকার .....!!!