Bangla kobita 2023 - Sumisto full - Usuf Islam - sopno lekha kabbo grontho - Bangla new kobita 2023 - সুমিষ্ট ফুল
" সুমিষ্ট ফুল "
ইউসুফ ইসলাম
সে দিন যবে বড় বাজার হতে ফিরতেছিনু বাড়িতে
এমন সমে চলতি পথে পরিলো মোর দৃষ্টি
দৃষ্টিণন্দিত মনোহরা সুরম্য এক মায়াবি ফুলে
আহ্ ! কতো যে তাহার সুমধুর সুরভী ....!!
বিমুগ্ধ আমি ! কিজে তার সৌরভ ....!!
সকল কৃতজ্ঞতা ও প্রসংশাই আল্লাহর প্রাপ্য ।
মনে হয় প্রভু করিয়াছে সৃজন তারে পূর্ণতা দিয়ে
তায় কেমন করি হবে ভুল , মোর মন হরণে
তার সুমিষ্ট-সুরভী-সৌরভ দেখিলাম শুধু চেয়ে
অপলক চোখে , আর কি কভু দেখিবো তারে
ফুটবে কি সে ফুল-কুড়ি হয়ে মন উদ্যানে
তাহার সুরভী-সৌরভ ছড়ায়ে মোর মন উদ্যান
সুরম্য মনোময় করবে কি সকাল সাঝে ?
শুধু স্বপ্নের মাঝেই নয়
এবার বুঝি জাগরণ কালে স্বপ্নের কায়া ছলে
দেখা পেলাম তাহার দূর হতে বহু দূরে ধরা ছোয়ার বাহিরে
রাখলে লুকায়ে নিজেকেই নিজে , ধরা নাহি দিলে ।
তায় আবেগ কইলো মরে , আরে যা-না ফুটন্ত ফুল টাকে আনি তুলে
রাখবি সাজাইয়ে মন-উদ্যানে-ফুল দানিতে ।
ফের বিবেগ কইলো মরে দ্যাখ , তুই যে তাহার তুল্য নহে
গাছের ফুল গাছেই সভাময়
ও সে ফুল দানিতে অকালেই ঝরে যায় ।
আরে , শ্রষ্টা যদি চাহে কভু না কভু
ক্ষণিকের তরে নহে , নহে ফুল দানিতে সাজিবে সে
তোর মন উদ্যানে সুমিষ্ট-সুরভী-সৌরভ ছড়াএ ফুটিবে ।
( স্বপ্ন লেখা কাব্য গ্রন্থ )