Bangla new kobita 2023 - attocitkar - usuf islam - songkotmoy din kabbo grontho - babgla new kobita 2023
" আত্তোচিৎকার "
ইউসুফ ইসলাম
কারারুদ্ধ নির্জাতিত নিপিড়ীত বোনের আত্মচিৎকার
এ-দুনিয়ায় কী কোনো মুসলিম ভাই নাই ?
নাই কী কোনো সত্য-সাধক-শান্তিকামী ?
আবুবকর-ওমর-আলী-হামজা-খালিদ (রাঃ)
যদি থাকে তবে কোথায় তারা ?
কোথায় রয়েছে কোন অজানায় ?
আমাদের এ-আত্মচিৎকার কী শুনতে পায় না ?
তবে কী আর দ্বীন প্রেমি রাসুলের ( সঃ ) উম্মাহ নাই বুঝি আজ এই দুনিয়ায় ?
মোদের সম্মান নিয়ে ছিনিমিনি খালা, কেহ কী আর রুখতে আসবে না ?
মানুষ রুপি হিংস্র-নরো-জানোয়ারের-নরোময়ী জ্বালা
সইতে আর পারছিনে মোরা.....!!
অন্য-বস্ত্রহীন ছোট ছোট ঘরে
এমনি জড়সড় করি রাখিছে পুরে
যেন দাড়াইবারো জায়গা না রহে
রাখে নাহি এ-থায় স্ব-ইচ্ছায় মৃত্যু কোনো উপায়
স্বীয়-হাত, হাত কামড়ে রক্ত ক্ষরণে মরেছিলো বলে
সেদিনের পর হতে হাত মুখো রাখে বেধে
এখন আর চিৎকার করি কাদিতে পারিনে
হে আমাদের প্রতিপালক বিচার দিবসের মালিক
আমাদের রক্ষা করো রক্ষা করো
কাউকে তো পাঠাও যেন মুক্তো হতে পারি
বরবর-অত্মাচারি-নরোপশুদের হতে
না হয় মোদের এমন মৃত্যু দাও , যেন কোনো চিহ্নই না থাকে....!!!
বজ্রের পর বজ্র ফেলে বৃষ্টির কায়া ছলে
এ-দেহ ছিন্নভিন্ন করে দাও
বস্ত্রহীন মৃত্যু-লাশ হয়ে যেন থাকতে না হয়
অন্তত এটুকু সম্মান দাও মোদের......।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )