Bangla kobita 2023 - জাগ্রত হও সবে - ইউসুফ ইসলাম - bangla new kobita - 2023
" জাগ্রত হও সবে "
" ইউসুফ ইসলাম "
কেউ ডাকেনি বলে, শিথিল হয়ে তুই রইলি পরে?
কেউ এলোনা বলে, তুই চললি না ঐ পথে?
মেঘেরা ঘিরি ধরিয়াছে রবি, তায় নিদ্রা ভাঙ্গি উঠিবিনে জাগি?
শীরদাড়া যার শক্ত খাড়া, কেমন করে হয়রে সে বেপরোয়া?
আমার তো ভাই আসেনা বুঝে, তায় বড় বিষজ্বালা ধরেছে হৃদে!
কেমন করি চাপা দিই তারে?
সে যে অকালের মহাকাল হয়ে ধরা-ঘিরি আসিয়াছে।
মেঘে ঘিরিয়াছে রবি, কেহ ডাকেনি, কেহ এলোনা বলি
তাই এতো হ্যালা এই শিথিলতা?
সত্য-সুন্দর করিতেছে হত্যা, ইহাতেও নাই কী তোদের একটু পরোয়া?
এ-কালরূপি-জ্বালা সহিতে আর পারিনে-রক্ত ঝরাতে একা
তায় ডাকছি তোরে ছন্দের তালে রক্তলেখায়
আমার এ-ডাক দাও ছড়াএ সত্যের তরে
ন্যায়ের পথে লড়িব আজিওকাল সত্য সাধনে
যাহার যা কিছু আছে তাহা লয়েই জাগ্রত হও সবে
প্রতিরোধ কর প্রতিহত কর সংগ্রামী হও এবার
অসত্য-পাপাচার রুখতে হবে আজ।
গর্জে ওঠা বর্য সম লিখনি যাহার, সে লিখতে রহো
উগ্রক্ষিপ্তকণ্ঠ যাহার, সে বলতে থাকো
সবকে ডাকি করো এক শক্ত খাড়া
শীরদ্বারা যার হিম্মত-পুরা তরুণ খুনে রাঙ্গা!
তোমাদের যার যা কিছু আছে, তাই নিয়ে প্রতিরোধ করো
রহিত করো প্রতিহত করো যতো-অন্যায়-অনা-পাপাচার-দানব-অসুর।
অসত্য-অমানিশার মায়াজালে আটকে নাহি রয়
সত্য-সুরম্য-সরল এ-পথ অনন্তর চলমান
যেমন চলমান যৌবন ভরা নদীর স্রোতো-ধারা।
সত্য চিরন্তর সত্যই, সত্য কখোনই বিলিন হবার নয়
মনে রেখো মিথ্যে যতো বড়ই ( শক্তিধর ) হোক না কেন
সত্যের কাছে সে তো নিতান্তই অতি-ক্ষীণ-হেয়ো-ছোট
অতঃপর বিলুপ্ত হবারি জন্য।
আর, অপকর্ম দর্শন-করি নিরব রহিল যে বা
সে কী তাহাগের চাহি কম অপরাধী ?
যে করিল সেই কর্ম আর যে ছিলো তার সহযোগী
আর থাকিসনে পরোক্ষ বায় সহযোগী নিরব দর্শনী-কায়া-তলে
বিরোধ গড়ো প্রতিরোধ করো জাগ্রত হও সবে।
রহিত করো প্রতিহত করো যতো-অন্যায়-অনা-পাপাচার-দানব-অসুর।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ✊🤍
দেখার পরে নিরবাক হয়ে আর কুকর্মের সহযোগী হতে চাই ✊🌍