Bangla kobita 2019 - ki bole dakibo tomay - usuf islam - bangla new kobita 2019 - বাংলা নিউ কবিতা - কি বলে ডাকিব তোমায় ২০১৯ ( স্বপ্ন লেখা কাব্য গ্রন্থ ).


                           " কি বলে ডাকিব তোমায় "
                                " ইউসুফ ইসলাম "

   ফুটন্ত ফুল পড়ন্ত বিকেলে গোধুলি ছড়ান প্রকৃতির কুল
   এমন সমে ভাবি বিরলে , রুবি বলেও নয় সুমি বলেও নয় 
   তোমারে কি নামে অথবা ডাকিব কি বলে মনে বড় সংসয়।
   আমি তো ভীন্নোই বটে বাকি সবার মতো নই 
   কৃষি কাজ করি আমি থাকি অজোপাড়া গাঁয়ে
   তারি তরে সঙ্গোপনে ভাবি বিরলে তোমারে 
   কি নামে অথবা ডাকিব কি বলে মনে বড় সংসয়।
   আজো মনে জাগে ভয় বাল্যকালের সেই ভাবনায় 
   ছিপছিপে গড়নে স্যামলা বর্ণের খেলার সাথি 
   ভেবেছিনু আমি এই বুঝি তুমি সেই স্বপনের মানবী-সেই রমনী 
   সেই ভাবনায় ভূলের ছলে পোংকিম জ্বলাসয়ে
   বহুকাল ভেষেছি তায় পূজোর ফুলের ন্যায়......। 
   বুকের মাঝে তিলতিল করে যাহার তরে ভালবাসার 
   মাল্য খানি গেথেছিনু আমি হৃদয়ো মন্দিরে
   আজো তাহার পাইনে দেখা শুধু শুন্য সজ্জা মিথ্যে স্বপন হীনা 
   আজিও তাহার খোজে না জানি কতো দ্বার ঠুকরে ডুকরে কেঁদেছি 
   আন্ধারে ঘুরেঘুরে নেড়েছিনু কড়া নিরাশার বালুচরে 
   আজিও পাইনে তাহার কোথা কোনো সাড়া 
   হঠাৎ একদা মনে হলো কে যেন সাড়া দিলো 
   অচিন বন্ধু বেসে রাধিকা-তানিয়া নামে এক মানবী এসে
   পরিনয় আবদ্ধ হতে চেয়েছিনু ভুলে আমি তারে ভাবিয়া তাহারে 
   অতি বিনয়ের সনে, মধু হরণ কারি ভ্রমর-ন্যায় প্রেমের লাগি নয় 
   তৎপর কহিলো সে আমায় নয় অন্যজনকে চায়। 
   মুসলিম বলে কথা, ভয় হয় ভূল বসে অন্যায় যদি হয় ! 
   তাই রিয়া বলেও নয় রুবাইয়া বলেও নয় তোমারে 
   কি নামে অথবা ডাকব কি বলে মনে বড় সংসয়।
   জড়া জীর্ণ এ হৃদয় পাহাড়ের ন্যায় চাপাকান্না বয়ে যায়
   মৌনমলিন মর্মাহত বিদির্ণহীয়া দেখা নাহি যায়
   পাহারের কান্নায় ঝরনা হয়ে প্রকৃতির রূপ পূর্ণতা পায়। 
   তাহার তরে তিশা বলেও নয় তিশাফাহিমা বলেও নয় তোমারে  
   কি নামে অথবা ডাকিব কি বলে মনে বড় সংসয়
   ভীষণ ভয় হয় না জানি কি হতে কি হয়,
   প্রার্থিত ধন কবিতায় এ-মনের চাওয়া পাওয়ার কথা
   সঙ্গোপনে অস্রুঝরে কবিতা আমার মর্মাহত বিদির্ণহীয়া
   স্বপ্ন লেখে কবিতা স্বপ্নের বহি প্রকাশ 
   তায় তোমারে নিয়ে লিখব কি আজ ? 
        

                ( স্বপ্ন লেখা পদ্যকাব্য গ্রন্থ )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url