Bangla kobita 2019 - sukhe lage voy - usuf islam - bangla new kobita 2019 - সুখে লাগে ভয়



            


                              " সুখে লাগে ভয় "
                              " ইউসুফ ইসলাম " 

 
          আসার দুয়ার খুলবো না আর দেখবনা স্বপন

         ও আমার দুঃখ এখন বড়ই আপন সঙ্গী সে এখন

        সুখের আসায় ছুটবো না আর স্বপ্ন মহনায়

        দুখের সনে ভাব হয়েছে , সুখে লাগে ভয়

       বেশ তো আছি সব হারিয়ে নেই যে সংসয়
          
                     ও আমার সুখে লাগে ভয়।

         কি হারাবো কি বা পাবো কিসের লাগি ভয়

          মন যে আমার শীতল হলো, দুঃখ করি জয়
            
                     ও আমার সুখে লাগে ভয়।

         তোমার কাছে চাইনা কিছু চাইনা ফিরে আস

        পারো যদি ভুলে থেকো আমার সৃতি গুলো

        বেশ তো আছি সব হারিয়ে দুঃখের সনে প্রেম হয়েছে

       এখন আর নেই যে সংসয় ও আমার সুখে লাগে ভয়।

                             ( প্রেমানল কবিতা গুচ্ছ )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url