prarthito dhan - usuf islam - bangla new kobita - 2018 ( স্বপ্ন লেখা পদ্য কাব্যগ্রন্থ ) - বাংলা নিউ কবিতা ২০১৮ সাল।
" প্রার্থিত ধন "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
আজ, দুনিয়াবি চোখে তুমি খুব সাধারণ একটি মেয়ে
তবে, দ্বীনের লাগি পিছু নাহি রও তুমি সর্বপরি ত্যাগে
তারি তরে হায় তব দ্বারে তায় মূল্যহীন পার্থিব আনন্দ উচ্ছাস....!
অল্পে-তুষ্ট রহো নাহি করো জিদ কভু কিছুর লাগি
দ্বীনকে বেসেছ-ভাল জীবনের চাহি বেসি
সাজসজ্জা-বেস-ভূষণ দুনিয়ার লাগি করনি পছন
তবে স্বামীর তরে সাজিতে অন্দরে ভুল করনি কভু।
করুণ বিপদে পরম বন্ধু তুমি সঙ্গ হীন জীবনে সঙ্গী তুমি
আমার শতো কামনা-বাসনার প্রার্থিত ধন তুমি
তুমি যে সেই রমনী মম পরমাসুন্দরী
আপন হয়ে আপনা বেসে এসেছিলে কাছে
এমন করি না জানি কতো বার শুন্য সজ্জা মিথ্যে স্বপন হয়ে।
দয়া করো করুণা করো হে মোদের প্রতিপালক, একটু করি কৃপা
তোমা-হতে-দুপার-লভিতে চলিয়া সরল পথে
দাও হে প্রভু আর এ মনোবাংসা পুরাএ
আমি যেন তাহারেই খুজিয়া পাই।
( স্বপ্ন লেখা পদ্য কাব্যগ্রন্থ )