tomary proyojon - usuf islam - bangla new kobita 2020 - সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ - বাংলা নিউ কবিতা - তোমারি প্রয়োজন.

         


                    " তোমারি প্রয়োজন "
                       " ইউসুফ ইসলাম " 



এমন দিনে শুধু তোসারি প্রয়োজন।

তব সে চলন-কলন-বলনে উথলা সবি

              আজ কোথায় তুমি ?

তব তরে আজ বিধস্থ দিবা-রজনি। 

এখনো কি আসেনি বুঝে যে দিন হতে

এলিয়ে পরে রাখলে লুকায়ে নিজেকেই নিজে

সে দিন হতে শুণ্যতায় ভরেছে ভু-তল

ভীষণ্যতার দাবাদহে করে হাহাকার। 

তুমি হীনা হারায়-পৃথিবী তার রুপ ভরা যৌবন 

তুমি হীনা মুছে দেয়না কেহ , চোখে এলে জ্বল

তুমি হীনা বলেনা কেহ , আমরা শক্তি আমরা বল।

তজ্জন্যে আজ শুধু তোমারি প্রয়োজন।

তব আসে ভাষে বুক মানবীও কুলে 

সহসা ভাবি-পায় সুখ তব পথো পানে চেয়ে

প্রতিক্ষিত ক্ষনে ক্ষনে আক্ষি জ্বলে

কখন যেন আসবে আবার ফিরে

পুরা-ভরা কেটে যাবে অমানীসা যেগে উঠবে চন্দ্র

সরে যাবে কালো মেঘ উদিত হবে নতুন সূর্য

প্রকৃতি তখন সাজবে দিগুণ গাইবে পাখিরা গান

পৃথিবী তার , ফিরে পাবে রুপ ভরা যৌবন

এখন শুধু তোমারি প্রয়োজন।
          


             ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown May 7, 2019 at 1:38 AM

    Karo opekkhay bose thakle proyjon mitbena .

    Nij hote suru korte hobe.

Add Comment
comment url