mrmahoto din - usuf islam - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কবিতা ২০১৮ সাল।

                                                 

                           

                           " মর্মাহত দ্বীন "
                         " ইউসুফ ইসলাম  "



আজ, প্রকৃতির দ্বারে সুপিলাম তারে
গ্রীষ্ম কি শীতে কভু যেন
অনুতাপ নাহি যাগে মনে ।
সে যে বহু কাল ধরে কাটা জ্বাল বেয়ে
এসেছে আজ গরিবের দ্বারে
কোথায় না কোথা রাখি ,
সে তো পরমা সুন্দরি
উহারে হরণ করিবার লাগি
পিছু ধরেছে কত সব দলোপতি
কি করি ? আমি তো নয় প্রভাত পাঞ্জেরী। 
যাহার তরে আজ সুপিলাম তারে
প্রকৃতির দ্বারে , যেন তাহারে সবে
বুকে নহে মাথায় তুলে রাখে।
অনন্তর সে যে চোখের মনি
সুভ-শুভ্রতার ক্ষনি , উহার লাগি
তাহার চরণ ধুলায় ধুলায়
সকাল - সন্ধায় বিলন হয়ে ,
হয়েছে কতজন মহিয়ান
শুধু তাদেরি মোরা বুঝি ,
যাহার তরে আজ প্রকৃতির দ্বারে
সুপিলাম তারে ।
সে যে পরশ মনি , যার পরশেই
সোনা হয়ে যায় শত লোহো ক্ষখি
কোনসে উপায়ে বলি
তাহার মূল্য কতক্ষানি
ওসে মোর দ্বারে সর্বউপরে মধ্য মনি।
তাহার রুপে এতটাই মুগ্ধ আমি
ইচ্ছে করে বুকটা ছিরে
তারে লুকায়ে রাখি মনের কুঠিরে ,
কি করি তায় ভীষন্যতায় ছেয়েছে হৃদয়
কলিজা পুরছে নিদারুণ অস্থিরতায়
আজ চিনেও চিনলনা কেহ তারে
বুঝেও বুঝলনা ! করেনা আর তাহার কদর
পুরা মুল্যে কতক বাদে
বিনয়ের সনে কে করিবে সম্মান তারে ?
যাহার অন্দরে শুধু আলো আর আলো 
উহা দেখিতে পেল কয় জনে ?
শুধুই তাহার রুপ হরনে পরেছে সবে পিছে
ইহার তরে প্রকৃতির দ্বারে সুপিলাম তারে ।
আর প্রকৃতি হতে কভু যদি কেহ
চিনে নাও বুঝিতে পারিয়া তাহার কদর
তবে সজতনে আগলে রেখ তারে মনের কুঠিরে
কোনো রুপে থাকিবে যথায়োব্দি এদেহে প্রান।
        ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url