holop nama - usuf islam - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা কবিতা ২০১৮ সাল।

                       


                          " হলফ নামা "
                      " ইউসুফ ইসলাম  "     



আজ অসহায় দুরস্তদুরবল মনে করি সবে মোর বাহুবল 

তায় ভীথস্ত হৃদয় দেয়না যে সায় মুঠি তলে রাখিতে মৃত্যু ভয়     

তজ্জন্যে আজ ভাসছি সবে পোংকিম জ্বলাসয়ে

হীতে বিধাতার দোষ কি তায় ? 

অতি সজ্জায় সজ্জিত যে পথ - পাথেও

ক্রমান্বয় করেছি লয় তার করছি  ক্ষয়

অতিসত্বর ভ্রষ্টাচরে তায় ছেয়েছে চার দিক ।

তজ্জন্যে বিজয়ের সেই অগ্নি ঝণ্ডা মিত্তিতলে কথা কয় ,

তা সবে কপাল দোষে নহে সীয়ো কর্মতরে হেনেছে আঘাত 

হীতে বিধাতার দোষ  কি তায় ?

সম-রহিতে অতি তৎপর করিতে হবে তাহার কদর ,

তায় সত্যের আন্ত হতে সত্য কায়েমে

উদ্ধত-জাতি-ভূষণ আন্ত করিনু তাহার তরে।

চলরে এবার সবেমিলে  ভয় প্রদর্শকে প্রদর্শিত পথে

দ্বীনের তরে অমানিষা ছাড়িয়ে দেখব আবার নতুন করে প্রভাতি আলো।
                         
          


                      ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )  
           
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url