holop nama - usuf islam - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা কবিতা ২০১৮ সাল।
আজ অসহায় দুরস্তদুরবল মনে করি সবে মোর বাহুবল
তায় ভীথস্ত হৃদয় দেয়না যে সায় মুঠি তলে রাখিতে মৃত্যু ভয়
তজ্জন্যে আজ ভাসছি সবে পোংকিম জ্বলাসয়ে
হীতে বিধাতার দোষ কি তায় ?
অতি সজ্জায় সজ্জিত যে পথ - পাথেও
ক্রমান্বয় করেছি লয় তার করছি ক্ষয়
অতিসত্বর ভ্রষ্টাচরে তায় ছেয়েছে চার দিক ।
তজ্জন্যে বিজয়ের সেই অগ্নি ঝণ্ডা মিত্তিতলে কথা কয় ,
তা সবে কপাল দোষে নহে সীয়ো কর্মতরে হেনেছে আঘাত
হীতে বিধাতার দোষ কি তায় ?
সম-রহিতে অতি তৎপর করিতে হবে তাহার কদর ,
তায় সত্যের আন্ত হতে সত্য কায়েমে
উদ্ধত-জাতি-ভূষণ আন্ত করিনু তাহার তরে।
চলরে এবার সবেমিলে ভয় প্রদর্শকে প্রদর্শিত পথে
দ্বীনের তরে অমানিষা ছাড়িয়ে দেখব আবার নতুন করে প্রভাতি আলো।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )