সংকটময় দ্বীন - ইউসুফ ইসলাম - Bangla new kobita 2019 - bangla kobita 2019 - ( সংকটময় দ্বীন পদ্য কাব্য ). bangla kobita। ইসলামিক নিউ বাংলা কবিতা।
" ইউসুফ ইসলাম "
ধরনা হাল উড়াইয়া পাল
দাও না পাড়ি নঙ্গর তুলি
মোহনার জ্বলে দুলিতেছে তরী
পথ যে রয়েছে অনেক বাকি ।
বিকেল গড়িয়ে রাত আসবে যখন
ঝড়ের মাঝে জ্বলের বুকে আধার কালোয়
পথ হারিয়ে কি করবে তখন?
কত বৃদ্ধ-শিশু তরীতে আছে চোখের জ্লে স্বপ্ন ভাষে
কে বা আছে করবে পার অমাবস্যার ঝড়ো রাত
আশার দুয়ারে হানিল আঘাত
ফিরে আসবে কি আর আধারে প্রভাত
করিয়ে কে রক্ত ক্ষরণ মৃত্যুকে কে করবে বরণ।
কেউ নাই কেউ নাই
ঝড়ো ধীক্কার আসে বার বার
রুখে - লরবে কে ঝড়ের সাথে
খানিক বাদে তরী ডুবে মরবে সবে !
হওনা হুঁশিয়ার এসেছে ঝড়ের পূর্বাভাস
দিনের শেষে অমাবস্যার তমসাচ্ছন্ন রাত
প্রদোষ হন্তে দেয়ার প্রকষ্টে আচ্ছন্ন পৃথিবী।
যামিনী আসিলো ফিরি প্রকাণ্ড ঝড়ো হুংকার বহিঃ
বিস্মৃত যাত্রি সবে প্রলয়্ডংকা বাজে
বাজে মাদোল ঊর্দ্ধ গগনে, নিন্মে উথলা মোহোনার জ্বল
হঠাৎ করে আকষ্মিক ভাবে প্রকাণ্ড ঝড়ো-প্রলয়
হানিলো আঘাত তরীতে !
হাল ভেঙ্গেছে পাল ছিড়েছে ছাউনি গেছে উড়ে
ঝড়ো-প্রলয় প্রলয়নাচন দর্শাইতাছে মনোহরিষে।
তা সবি দেখছ চেয়ে দৃশ্যদূষণ, মাত্রাদূষণ ল-ভ-নিশি
আর কতো কাল রইবি বিমুখ দুরন্ত রবি
ভূলোক-দ্যুলোক করছে প্রলয় তাণ্ডব , নিস্কৃতি নাই তরী
হে রবি এই গ্রহণের কালেও কি উঠবিনে জাগি ?
কাটিবেনা বুঝি আর মহা-প্রলয়-সম এ কাল-রাতি।
হাকিতেছে সদা-ভাই আমার কি কেউ নাই এই ভব-দ্বারে?
উচ্চ কন্ঠে প্রভুর দ্বারে করি আর্তনাৎ
বলি কবে ছাড়িবে তরী বিরোধ গড়ি প্রভাতের ঐ রবি?
কুটি কুটি করি কাটি রাতের ভীড়
দিনের আলো ছড়াএ দিবে পুরো পৃথিবী !
( সংকটময় দ্বীন পদ্য কাব্য )
hmmm ati akti rupok kobita