Bangla kobita 2018 - শুধু এতোটুকো ভুল - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( প্রেমানল কোবিতা গুচ্ছ )। বাংলা কোবিতা , প্রেমের কোবিতা। bangla kobita।
এই এতটুকো ভুল ছিল
যা বুঝতে পারিনি তখন ,
কি বা কর পছন তুমি
কোন রঙ্গেতে সাজো
হয়নি এমন জানা শোনা
কোথায় তোমার ঠিকঠিকানা
কারবা তুমি , তুমি কে ?
সেই ভুলেরি কারনে আজ
অশান্ত হৃদয় ক্ষতোবিক্ষত।
আজ তব তরে সিক্ত জনম
তিক্ত হৃদয় , তবু ভালবাসে মন
আজো তোমায় প্রতিটি ক্ষন ।
শুধু জেনে রেখো তুমি
এ হৃদয় তব ক্ষতি ভুলেও
কভু করে না কামন ,
শুধু ভুলে গেছ তুমি
সে দিন গুলি কতটা সহজে
পাখি হয়ে ডানা মেলে
মোর ভালবাসার নীলাকাশে
উড়তে শুধু তুমি, ভাষতে সুখের ভেলায়।
না হয় হেরেছি আমি কষ্ট নিয়ে
তাই বলে কখনো কি দাড়াবে না
উলুকে ভুলুকে বিবেগের সম্মুখে ?
যা বুঝতে পারিনি তখন ,
কি বা কর পছন তুমি
কোন রঙ্গেতে সাজো
হয়নি এমন জানা শোনা
কোথায় তোমার ঠিকঠিকানা
কারবা তুমি , তুমি কে ?
সেই ভুলেরি কারনে আজ
অশান্ত হৃদয় ক্ষতোবিক্ষত।
আজ তব তরে সিক্ত জনম
তিক্ত হৃদয় , তবু ভালবাসে মন
আজো তোমায় প্রতিটি ক্ষন ।
শুধু জেনে রেখো তুমি
এ হৃদয় তব ক্ষতি ভুলেও
কভু করে না কামন ,
শুধু ভুলে গেছ তুমি
সে দিন গুলি কতটা সহজে
পাখি হয়ে ডানা মেলে
মোর ভালবাসার নীলাকাশে
উড়তে শুধু তুমি, ভাষতে সুখের ভেলায়।
না হয় হেরেছি আমি কষ্ট নিয়ে
তাই বলে কখনো কি দাড়াবে না
উলুকে ভুলুকে বিবেগের সম্মুখে ?
( প্রেমানল কবিতা গুচ্ছ )
Best and helpfull Post,Hi Sir, Techno Prokash,I am your regular website viewer and user,just as your other articles attracts us, your articles help us a lot.
Thanks forpublishing this article.