নববর্ষ কী মেল - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮সাল - bangla kobita।
" নববর্ষ কী মেলা "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
দাদু কহে শোনরে তোরা সামনে আসছে দুদিন বাদে বঙ্গ সনের নববর্ষ।
এ দিনের তরে সেদিন হয়েছিল কতইনা অত্যাচারে জরজোরিত ,
তারা যে স্বপ্ন দেখেছিল সুন্দর এ সোনালি দিন গুলোর।
আজ মুক্তাকাশে শাধীন পতাকা উরে বাতাস বহে শান্ত ভাবে
উজান গাঙ্গে শাধীন মনে গান গেয়ে ছুটে চলে মাঝি মাল্লার দল
আজ কৃষান কৃষানির ভোরে যায় বুক ঘরে তুলে ধান।
দাদু শুনেছ ! এবার নাকি মেলা বসবে আমাদের এই গাঁয়ে
আমরাও এবার মেলায় যাব করব মজা ,
খাব মোরা গরম গরম জিলেফি ভাজা
সনদেশ আর আমিত্তে কতই না মজা।
আহ থামবি তোরা !
ছিঃ ছিঃ কি লজ্জার কথা আবার সেই মেলা
কেন দাদু ? তোরা তো জানিস না সে কথা।
মুসলিম জাতির পিতার জীবন নাষের তরে মিলিয়ে ছিল মেলা ,
চরকা ঘুরিয়ে খলিলুল্লাকে ফেলেছিল মরন ফাদের অগ্নি কুপে
সেই থেকে এই মেলা ।