এসো আলোর পথে -ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - বাংলা কবিতা - bangla kobita।
" এসো আলোর পথে "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
চলো আমরা সবাই , এসো এক সাথে
একি হাতে সবে মিলে সুদৃশ্য বিশ্ব গোরি।
হেথায় থাকবেনা কো কোনো ভ্রান্ত বিভেদ
অনাহারে কোথাও কাদবেনা কেহ
থাকবে সবে একাকারে প্রশান্তির ভেলায় ।
এসো মুছে দেবো , ঘুচিয়ে দেবো
আছে যত দুঃখিনি মায়ের দুঃখের ছায়া ,
চলো ভুলে যাই যত জাতের প্রথা ঐ কাল বিভেদ ।
কেন একা কাদবে তুমি দুঃখ গুনে যাবে সৃতির পাতায়
এসো গল্প করি , চলো ভুলে যাই আছে যতো দুঃখ ব্যথা ,
কেন অমাবস্যাতে খুজবে তুমি তারার মেলা
চলো খুজি জ্যোৎস্না ঝরা চাঁদনী পশর রাত ।