bangla new kobita 2017 সাল - " নিজের , কিছু কথা " ইউসুফ ইসলাম - ( গল্প কথা কাব্য গ্রন্থ ) বাংলা নিউ কোবিতা ২০১৭ সাল।
" নিজের , কিছু কথা"
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
আবহমান গ্রামবাংলায় জন্মো আমার , এখানের এই প্রতিকুলোতার মাঝে বেড়ে উঠেছি আমি।
এই গ্রাম্য প্রকৃতি , গাঁয়ের মেঠো পথ একেবেকে চলে যাওয়া সুদুরে সারি বদ্ধ তাল-খেজুর
গাছ দুপাশ জুরে , এখনো আমার মন ছুয়ে যায় শত বেদনার মাঝে। আমি ভালবাসি এই প্রকৃতিকে।
ভালবাসি আমি মহান শ্রষ্টাকে এবং তার মনোনীত দ্বীনকে , এই জীবনের চেয়ে বেসি।
আর পছন্দ করিনা
আর পছন্দ করিনা
তাদেরকে যারা অকৃতজ্ঞ এবং মিথ্যাচারী। যদি কারো সাথে বন্ধুত্ত করি তবে মহান স্রষ্টার জন্যই
করব , আর কারো সাথে সত্রুতা করলেও তার জন্যই করব। কারো চোখে বড় হতে নয় , নয় কোনো
মন গড়া পথে সত্য-পথে থাকবো আমি যে যাই বলে বলুক তাতে। সে সব কাজ করতে পারবনা যে
কাজে শীমা অতিক্রম করতে হয় , কেননা তা অতিসয় অকৃতজ্ঞের কাজ। ততক্ষণ কাউকে কিছু
বলবনা যতক্ষণ না পিষ্টদয় মোর দেয়ালে ঠেকে যায় , তবুও পারবনা অকাট্য ভাষায় কাউকে গালি
গালাজ করতে , যদিও সে আঘাত করে। তবে খুলে দেবো প্রতিবাদের রুদ্ধ দার গুলো। যদি কভু
কোনো মানবিকে পছন্দ করি তবে মহান শ্রষ্টার হুকুম আদায়ের জন্যই তাকে ভালবাসবো।
কিন্তু সে ভালবাসার জন্য বলবোনা করতে পারি জীবন উৎসর্গ অথবা দেবোনা এমন কোনো প্রতিস্রুতি
যা মোর সাধ্যের বাইরে। বেহুদা সময় করবনা অতিবাহিত , যাহার নিকাশ অতাসত্তর দিতে
হবে সে দিন। যদিও তাকে এতটাই ভালবেসে থাকি যে দগ্ধ হৃদয়ের যন্ত্রণায় একাকিত্তের মাঝে
কুড়ে কুড়ে খাবে মোরে। তার জন্য ততদিন অপেক্ষা করব যতদিননা সে অন্যর হবে।
কর্ম বলতে
কর্ম বলতে
তেমন কিছু করিনা , সাধারন ঘরে জন্ম বলে স্বপ্ন দেখতে নেই , পাছে লোক কত কথা বলে। তবু মন
স্বপ্ন বুনে সাদাকাশে রংবেরঙ্গে। কখনো ভাবি কিছু একটা করব , স্রষ্টা চাহেতো বড় কিছু এযে আশা
নয় কোনো স্বপ্ন এটা মোর বিশ্বাষ। কখনো গল্প কোবিতা লিখি কখনোবা রঙ্গের খাচায় প্রকৃতির রুপ
ধরি। আবার কখনো ফুল-কুড়ি এনে ধরি রঙ্গের খাচায়। তবে জীবিকা নির্বাহের জন্য ক্ষেতিবারি ,
দিনমুজুরি , বৈদ্যুতিক , পশু-পাখি পালন হরেক রকমের কাজ করে থাকি ইচ্ছানুযাই। তবে মরনকে
সম্মুখে ধরে দুনিয়াকে পাছে ফেলে মন কে করি-বস চলিব সত্য কাজের পথে। জানি এপথে থাকবে
বাধার প্রাচির কখনো কখনো চোট লাগবে হয়তোবা খুনও ঝরতে পারে , তাই বলে ভ্রান্ত পথের পথিক
হওয়া চলবে না এর জন্য রাস্তা অর মাকছাদ সঠিক হোনা চাই। কে কি করল অথবা বললো তাতে
কি বা ..., নিজে বদলে যাই। সবে না হয় দেবে মোর মনে আগুন জালি তবে দেবো আমি তাগের মনে
ফাগুন আনি , যদিও সে দেবে ঠেলে বিপথগামী পথে তবুও আমি সত্যের পথ দেখিয়ে যাবো
তাকে । তবে কিছু আছে যারা তৈরি করে ভ্রান্ত পথের ধারা। সে পথ শধুই বাহিক্য দৃষ্টিতে মনোরনজন
করা ক্ষনিকের তরে , সে পথ শুধু বিপদেই ঠেলে দেয়না বরং গোটা সমাজকেই বিপদগ্রস্ত করে তোলে।
সে পথের পাথেও অর পথকে সমাজের বুক হতে চিরতরে রহিতে হবে। অতঃপর মানব জনম সার্থক হবে
এবং সাধিত হবে মানব কল্যান।