শুধু গায়ের রং কালো - ইউসুফ ইসলাম - bangla new golpo 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )। bangla golpo। বাংলা গল্প ২০১৮ সাল।

       

                                 " শুধু গায়ের রং কালো "
                                     " ইউসুফ ইসলাম "


মনটা হুহু করে কেদে উঠে , দুচোখের পানি ধরে রাখতে পারিনা সৌজ্জল নক্ষত্র তুল্লো
মানুষদের কথা শুনলে । আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ এর একজন
সাহাবি ছিলো , তাহার মুল নাম আমার জানা নেই তবে সকল সাহাবির মধ্যে সেই
বেশি কালো , থাকার কারনে তাকে কালো সাহাবি নামেই ডাকা হতো । নবিজীর
ভালোবাসায় সর্বদা জীবন দিতে প্রস্তুত , নবিজী ( স.)ও তাকে অনেক ভালবাসতেন ,
সেও শাহসি সাহাবিদের মধ্যে একজন ছিলেন ।..... একদিন নবিজী (স.) কালো
সাহাবিকে বললো , তুমি সারাক্ষণ আমার সাথেই থাক তাছাড়া তোমার অভিভাবক
বলতে আমি ছাড়া আর তো কেউ নেই , তাই তোমার কাছে আমি কিছু জানতে চাই ?
নবীজীর কাছে মাথা নিছু করে বলল , হুজুর আমার জান হাজির আপনি শুধু
বলুন কি জানতে চান ? নবিজী (সঃ) বলল তোমার বিয়ের সময় হয়েছে , তুমি কি তার
জন্য প্রস্তুত । কালো সাহাবি মাথা নেরে বলল , হুজুর আমি যে এত কালো আমার
কাছে কে মেয়ে বিয়ে দেবে ? নবিজী (সঃ) বলল তুমি বিয়ে করবে কিনা তা বল ?
তোমার জন্য আমি মেয়ে দেখবো । কথাটি শুনে কালো সাহাবি খুশিতে কেঁদে ফেললো ,
ইয়া রাসুলুল্লা (সঃ) আপনি আমার জন্য মেয়ে দেখবেন এর চেয়ে আমার কাছে বড়
আর কি হতে পারে , আমি রাজি । নবিজী (সঃ) একটি পত্র লিখে কালো সাহাবির
হাতে দিয়ে বললেন এই পত্রটি মদিনার বড় বাড়িতে গিয়ে মালিকের হাতে দিয়ে উত্তর
জেনে তার পরে আসবে। কালো সাহাবি জানে না এর ভিতরে কি লেখা আছে ,
নবিজী (সঃ) এর কথা অনুযায়ী পত্র খানি নিয়ে মদিনার বড় বাড়ির মালিকের হাতে
দিল । মালিক নবিজী (সঃ) এর কথা শুনে তারাতারি পত্রটি খোলে ফেললো এবং
অতি গুরুত্বের সহিত পত্রখানি পড়তে শুরু করল । পত্রের মধ্যে যা লেখা আছে .....
আসছালামুয়ালাইকুম আমি মোহাম্মদ (সাঃ) আপনার কাছে আমার কালো
সাহাবির জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম । আশা করি আমার প্রস্তাব
আপনি গ্রহণ করবেন এবং আমার কালো সাহাবির সাথে আপনার সুন্দরী মেয়ের
বিবাহ দিবেন ,
___________ ইতি হযরত মোহাম্মদ (সাঃ)
বড় বাড়ির মালিক নবিজীর কথা শুনে কেঁদে ফেললো , আমার এক মাত্র মেয়ে ,
মদিনায় যাকে হুরে মদিনা বলে চিনে ( কিতাবে আছে মেয়েটি এত সুন্দর যার
কারনে সবাই তাকে হুরে মদিনা বলে ডাকতো) এখন আমি কি করি আল্লাহুর
রাসুল (সঃ) বলেছে আনন্দের কথা কিন্তু ছেলেটি যে অনেক কালো , বিভিন্ন চিন্তায়
মালিক চিন্তিত । কালো সাহাবি বলল নবিজী (সঃ) কি লিখেছেন ? আমাকে
বলেছেন উত্তর নিয়ে যেতে ।  মালিক বলল নবিজী বলেছেন তোমার সাথে আমার
মেয়ে হুরকে বিয়ে দেওয়ার জন্য , বাবা তুমি এখন যাও নবিজী (সঃ) কে বলিয় আমি
আমার মেয়ের সাথে পরামর্শ করে খবর পাঠিয়ে দেব , নবিজীর কালো সাহাবি মন
খারাপ করে ফিরে যাচ্ছে । এমন সময় ঐ মেয়েটি দৌড়ে এসে বলল বাবা দেখলাম
একটি লোক এলো হাসিমুখে কিন্তু যাওয়ার সময় মন খারাপ করে চলে যাচ্ছে কারন
কি ? বাবা মেয়ের কাছে সব খুলে বললো , কথাটা শুনে মেয়েটি খুশিতে আত্মা হারা
হয়ে বলল বাবা কি বললেন !  নবিজী (সঃ) পত্র লিখেছেন আমার বিয়ার প্রস্তাব এর
জন্য , আর আপনি তাকে ফিরিয়ে দিলেন ? বাবা এটা আপনি কি করলেন ? ঐ সাহাবি
নবিজী (সঃ) এর কাছে পৌছে যাবার আগেই তাকে ফিরিয়ে নিয়ে আসুন না হয় , 
আল্লাহর কাছে আমরা অপরাধী হয়ে যাবো । বাবা নবিজী পত্র লিখেছেন , এতে মনে
হয় মদিনার সব চেয়ে মূল্যবান ও সূ ভাগ্যবান মেয়ে আমি , মেয়ের মুখে কথাটি
শুনে বাবা আলহাদুলিল্লা বলে ঐ সাহাবি কে ফিরিয়ে নিয়ে এল, বলল তুমি যে
আমার মেয়েকে বিয়ে করবে , দেন মহর হিসেবে কি দেবে ??? কালো সাহাবি বলল
আমার কাছে নবিজীর ভালোবাসা ছাড়া আর কিছুই নেই  । ঐ মেয়েটি বলল বাবা
আপনারতো অনেক টাকা আছে আজ না হয় নবিজীর ভালোবাসায় কিছু টাকা
দেনমহরের জন্য ওকে দিয়ে দিন মালিক আরো বলল বিয়ে যে করবে কিছু কেনা
কাটা করেছ  ? আমার মেয়েকে সাজানোর জন্য ? কালো সাহাবির উত্তর আমার কাছে
কোন টাকা নেই , ঐ মেয়েটি বলল বাবা , নবিজীর ভালোবাসার খাতিরে বিয়ের কেনা
কাটার জন্যও না হয় আরো কিছু টাকা দিয়ে দিন । অবশেষে মদিনার বড় মালিক
নবিজীর ভালোবাসার খাতিরে , কালো সাহাবির হাতে কিছু টাকা দিয়ে বলল যাও
বিয়ের বাজার করে নিয়ে আসো , আজকের ভিতরে আমি নবিজীর কথায়
আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব । নবিজীর কালো সাহাবি মনের
আনন্দে বিয়ের বাজার করতে রওনা হলো । বাজারে গিয়ে কিছু কেনা কাটা করে ,
হঠাৎ দেখে মানুষের দৌড়া দৌড়ি , কালো সাহাবি বলল কি হলো সবাই এমন করে
দৌড়াচ্ছে কেন ? দোকানের মালিক বলল তুমি কি কিনবে পরে এসো , আমাদের
মদিনার সম্পদ , মুসলিম বিশ্বের রহমত , হযরত মোহাম্মদ (সাঃ) কে শত্রুরা আক্রমণ
করেছে , এই বলে দোকান বন্ধ করে ছলে গেল । কালো সাহাবি অন্য দোকানে গিয়ে ,
বিয়ের বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনলো, হঠাৎ আবার মনে হলো মদিনার
সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে , নিজের মনকে বুঝালো যেই নবি না হলে
আমি হতাম না , দুনিয়া ও হতো না সেই নবির চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড়
নয়, এই বলে নবিজীর কালো সাহাবি দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেল । ঐ যুদ্ধে
নবিজীর ৭০ জন সাহাবি শহীদ হয়েছে , তার মধ্যে কালো সাহাবি একজন । নবিজী
অশ্রুসিক্ত হয়ে বলল , আমার আদরের সাহাবিদের কে রক্ত মাখা অবস্হায় দাফন
করে দাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তাদের রক্ত মাখা শরীর
দেখিয়ে কোটি কোটি গুনাহ্গার উম্মেতের নাজাতের দাবি করবো । হঠাৎ নবিজীর
চোখ পরে কালো সাহাবির দিকে , জিহবা কামুর দিয়ে রক্ত মাখা হয়ে পরে আছে ,
নবিজীর চিৎকার দিয়ে বলল , এই আমার কালো সাহাবির লাশ , তার আজকে বিয়ে
হওয়ার কথা ছিলো , কয়েকজন সাহাবি বলল হুজুর আপনার কালো সাহাবি বিয়ের
বাজার করতে গিয়ে , যখন শুনতে পেলো , শত্রুরা আপনাকে আক্রমণ করেছে , তখন
সে যুদ্ধের বাজার করেছে । নবিজী কাঁন্না অবস্হায় কালো সাহাবির কবরের ভিতরে
তাকালো কিছুক্ষণ পর হাসিমুখে বলল দাও তোমরা আমার কালো সাহাবির দাফন করে
দাও। সাহাবিরা বলল হুজুর বেয়াদবি মাপ করবেন , আপনি কাঁন্না অবস্হা কালো
সাহাবির দিকে তাকালেন , আবার হাসিমুখে দাফন করতে বললেন , কারনটি বলবেন
ইয়া রাসুলুল্লা ? তাহলে শুন আমার কালো সাহাবির বিয়ের বাজার দিয়ে যুদ্ধের বাজার
করেছে , আমার ভালোবাসায় ইসলাম এর পথে শহীদ হয়েছে , আমি তাকিয়ে দেখি ঐ
হুরে মদিনা বেহেস্তি হুর হয়ে তার সেবা করছে....।
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown September 21, 2019 at 8:13 AM

    Allah Mohan..
    osadaron..hoise

Add Comment
comment url