দেখা পাবো কী আবার - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - bangla kobita - বাংলা কবিতা।

           " দেখা পাবো কী আবার "
               " ইউসুফ ইসলাম  "



এ জীবনে দেখা পাবো কী তারে ?
যারি গুনে বাঘে হরিনে জ্বল খাবে এক ঘাটে নদী কুলে।
সে দিন কী আর আসবে ফিরে এই অবনিপরে
দেখা যাবে কী আবার শান্তিময় সোনালি সকাল
যেথায় থাকবে নাকো উদ্ধত জাতি, নাহী থাকবে পামর
নিরভয়ে থাকবে সবে মিলে , ভ্রান্ত বিভেদ ভুলে।
প্রদোষ কাটাতে রিপুনাসে বীর সৈনিক হবে ,  অতন্দ্র প্রহরী
পিছু হটাবেনা পা কভু সত্রু ভয়ে , 
এগিয়ে যাবে দুর্গম পথে সকল বাধা পেরয়
              নাহী থাকবে পর ভরোসায়।
পুসপের ন্যায় কোমল হৃদয় তাহার
ফের বিচারালয় তাহার তলে হার মেনে যায় শক্তকঠিন পাথরালয় ,
আবার আসবে কবে এদিন গুলি ফিরে এই অবনিপরে ।
        
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url