na bola kotha - usuf islam - bangla new golpo 2017 - গল্প কথা কাব্য গ্রন্থ

                
          

                               " না বলা কথা "
                             " ইউসুফ ইসলাম "

প্রিয়োতমা ,
                    লিপিকার প্রারম্ভেই হৃদায়োন্ত গহীনে একটু একটু করে পুঞ্জীকৃত ভালবাসা সবটুকো

দিয়ে দিলাম আজ তোমায়। অধিকার হীন প্রিয়োতমা বলায় ক্ষমা করে দিয়ো আমায়। জানিনা আমি

কিভাবে সম্মোধন করবে তুমি। শুধু জানি আমি তোমায় ভালবাসি আর কতটা যে ভালবেসেছি

তোমাকে তা বোঝানোর মতো কোনো ভাষা অথবা উপমা কোনোটি জানা নেই আমার। তাছাড়া কোনো

প্রমাণো দিতে পারবনা আমি , শুধু এটুকুই জানি আমি তোমায় অনেক অনেক বেসি ভালবাসি।

হয়তোবা এ লেখা পড়তে মন চাইবেনা তোমার শুনতেও ভালোলাগবে না জানি , আমি সব বুঝতেছি

কিন্তু কিবা করব ? আমি যে আর পারছিনা। তোমায় ভালবেসেছি এ কথা কভু বলতে পারিনি

হয়তোবা বুঝাতেও পারিনি কখনো , এটাই ছিল মোর ব্যর্থতা। আমার কি চাই কি চাই না , পছন্দ ,

অপছন্দ , ভালোলাগা না লাগার কথা মুখ ফুটে কারো কাছে বলতে পারিনা এযে মোর অপারগতা।

হয়তো একারনেই হারাতে হলো তোমায় ! আসলে সত্যিকথা বলতে কি ? মানুষিক দিক থেকে

প্রতিবন্ধী যারা , তারা শুধু কাউকে পাগলের মতো ভালোই বাসতে পারে কিন্তু কাউকে আঘাত করতে

পাারে না। নিরবে সব কিছু সইবে তবুও কিছু বলবেনা কভু অন্যকে। এদের বেদনাকে প্রকাশ

করার মতো ভাষা আমার কাছে নেই । আমি জানি না কোনো দিন তোমায় ভুলতে পারবো কি

না ? শুধু এ কথাই জানি আমি তোমায় নিজের থেকেও অনেক বেশি ভালবাসি। শুধু জানলে

না তুমি বুঝলেনা আমায় হাসির আড়ালে কতটা যন্ত্রনা বয়ে চলে এ হৃদয় , এ যেন ঝড়ে পরা আহত

সংঙ্গিহারা পাখির মতো একা কি যন্ত্রনায় ডুকরে কেদে মরা। কতো না স্বপ্ন ছিল তোমায় নিয়ে

হাজারো রকমের স্বপ্ন ! কিন্তু কি হবে সে কথা বলে আর , যে তুমি ছিলে মোর জীবন চলার স্বপ্ন

বিভোর পাথেও সে তুমি হলে না আপন ভেঙ্গে দিলে মন বিচুর্ন কাচেরি মতো। আমার সব

আশা আর স্বপ্ন শুধুই আশা আর স্বপ্নই রয়ে গেল পূর্ণতা পেলনা। স্বপ্ন ছিল এক চাঁদনী পশর রাতে

জ্যোৎসনার আলোয় ভীজব দুজনে এক সাথে সারাটি রাত। আর তার চেয়েও বড় কথা হলো

এক দিন তুমি আমার হবে , তোমার বুকে মাথা রেখে ঘুমাব তখন একান্ত আপন করে জরিয়ে

রাখবে সারাটি রাত এটা মোর স্বপ্ন নয় আশা ময় বিশ্বাষ ছিলো। কিন্তু কিছুই হলো না যখন তাহলে

আর তোমার সামনে থেকে তব মনে দাগ কেটে কি লাভ। যে ভাবে তোমায় চেয়ে ছিলাম সেভাবে

তো পেলাম না তোমায়। এর থেকে সেই ভালো চোলে যাব বহু দুরে বেদনা বিথুর দুঃখ-কষ্ট গুলো

বুকে নিয়ে। ফিরবো না কো তব দারে কোনো দিন সুখের আশায় দুঃখ ভরে মুখ লুকাতে। শুধু

এ কামনা করি বিধাতার দারে ভালো থেকো তুমি সুখে থেকো তুমি । ক্ষমা কর মোরে , দ্বীনকে আকড়ে

ধোরো জীবন রেখে নির্দয় মুঠি তলে।
                                 
                                                      ইতি ,
                                                              তব চোখে ঘৃনিত পাত্র আমি।
                 
Next Post Previous Post
1 Comments
  • Yasin Hsooain
    Yasin Hsooain February 20, 2018 at 7:53 PM

    এটা আমার উপকারে আসল

Add Comment
comment url