লহো মোর ভালবাসা - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - bangla kobita।
" লহো মোর ভালবাসা "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
সব শাধনার শাধন তুমি
তোমার প্রেমে মরিয়াছি আমি
মন বুঝিতে চায়না কিছু
ছুটিতে চায় শুধু তোমার পিছু।
করহে করুনা ময় করুনা মোরে
রাখিয়া মিনতি তব পদোতলে
দাওনা বলিয়া তুমি , ওগো দয়াময়
কী করিলে পাইব তোমার সম্মতি।
তোমার প্রেমে মজিয়া আমি
হইলাম দেওয়ানা
লোকে আমায় পাগল বলে
দেখিয়া কর্মখানা ।
তোমায় আমি ভালবাসি
চাইনা কোনো প্রতিপত্তি
এই পার্থিব জীবন উল্লাস।
আসবে সে দিন কবে
যে দিন মোরে দেখা দিবে
সে ভাবনায় দিবানিশি কেটে যায়
চাইনা থাকিতে একারখানাতে
লওনা তুমি তোমার বোনিয়াতে।
তোমার নামে এত সুখ মিলিয়ে যায় সর্ব দুখ
এত শুনি এত বলি ভরে না যে মন
তোমার নাম মধুর মতো লাগে সারাক্ষন।