পাইনে খুজে পেয়ে তোমায় - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - bangla kobita। বাংলা কবিতা।

       " পাইনে খুজে পেয়ে তোমায় "
               " ইউসুফ ইসলাম "


বিশ্ব ব্যাপিয়া রহিয়াছ তুমি, বিভোর-দিবানিশি
তোমারেই খুজে ফিরি, তবু দেখা নাহী মিলে
জানি আছ তুমি মোর হৃদয়ো মন্দিরে
আমি হারাই তোমায়, পেয়েও অজান্তে।
প্রকৃতির রুপে খুজি তোমায় মনের মাধুরি মিসাএ
             জানিনে কত সুন্দর তুমি !
তোমার প্রেমানলে ধুকে মরছি আমি
শুধু এক বার তোমায় দেখিবার লাগি বড় সাধ জাগে মনে ,
জানি দেখা নাহী দেবে তুমি মরনেরি আগে।
কত সুন্দর করি, ফুলে ফলে ধরনির বুক দিলে ভরি
তারি তরে মনোহরিসে কাটাইতেছিনু কতই না দিবারজনি 
তবু হয়না সরন মোদের তব কৃপাকে
           তাহার পরেও দিয়ে চলেছো আজো 
বহিয়ে শীতল বাতাস , ঝরনা ও নদী ধারা 
মেঘ দিয়ে দিলে বরিষিয়ে বৃষ্টি জমিনকে পুনর্জজীবি 
পৃথিবীর বুকে দিলে ফসলের ফরমান
              সকলি তোমার দান।
সে সব দেখি বড় সাধ জাগে মনে
তোমায় দেখিবার লাগি , কতইনা সুন্দর তুমি।


          ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) 
          
           
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url