সুখের হাত ছানি - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বাংলা কবিতা - bangla kobita।
" সুখের হাত ছানি "
" ইউসুফ ইসলাম "
প্রতিদিন কত সুখ তারা হাত ছানিতে ডাকে আমাকে
কেমন আছি জানতে চায় দিন কাটে কেমনে।
কষ্টের মরুচরে থেকো না পোরে
উঠে এস তুমি মোর হাতটি ধরে
মুছে দেব কালো ছায়া তব জীবনের।
আমি বলি তারে শোন মোর কথা
হারানো দিনের সৃত্বি কভু যায় না মোছা।
সৃত্বির ঘনঘটায় হৃদ-মাজারে করে তোলপাড়
তবু চাই না ভুলিতে কভু সৃত্বি গুলোকে
থাকুক না সারা ক্ষন বক্ষমাঝে ,
তাহারও তরে খুজে পাই প্রিতি ঘেরা মুখ
সৃত্বির পর্দায় ভেসে উঠে প্রিয় চেনা মুখ।
( প্রমানল কবিতা গুচ্ছ )