তোমারি জন্য এলেখা - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ )। bangla kobita। বাংলা কবিতা।



             " তোমারি জন্য এলেখা "
                 " ইউসুফ ইসলাম "


                           তোমারি জন্য বেচে থাকা , 
রোদ্রু আমার বন্ধু ছিল বৃষ্টি ছিল প্রেমিকা
রোদ্রু গেছে বৃষ্টি গেছে আছে সেই ছায়ার মরিচীকা
ভালবাস আর না বাস বন্ধু
কাছে আস আর না আস বন্ধু
তোমারি জন্য এ লেখা। 
অপুর্ণতা আছে সংঙ্গি হয়ে তবু পথ চলা
এখনো ঘুমের দেশে নিয়ে যন্ত্রনা
কথা রাখ আর না রাখ বন্ধু
তোমাকেই ঘিরে , আজো স্বপ্ন দেখা
তোমারি জন্য এ লেখা , তোমারি আসে এ পথো চলা
তোমারি জন্য বেচে থাকা।
           ( প্রেমানল কবিতা গুচ্ছ )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url