বিজয়ের আভাষ - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( সংকটময় কাব্য গ্রন্থ ) - bangla kobita।
" বিজয়ের আভাষ "
" ইউসুফ ইসলাম "
পাপের ভরা পূর্ণ হল, পূর্ণ হবে খেলা
জয়ের নেশায় মত্ত হয়ে ভ্রান্ত পথে চলছে যারা
অচিরেই ঝোরে পরবে তারা |
এত কাল ধরে ঘুমিয়ে ছিল
পর পক্ষ দল, যেগে উঠছে লাগাম ধরে
শত বৃদ্ধ-শিশু, অবলাগনের আর্তনাতে
প্রদোষ কাটিয়ে রিপুনাশে আনবে ছিনিয়ে রক্তিম সূর্য |
সোনা রোদে মাখা ঊষার আলোয়ে
পুনি অবনী ফের সাজবে ফুলে ফলে
বিজয়ের ঐ ঝাণ্ডা উচু করে দেবে
খোলা আকাশের নিচে |
দাড়িয়ে থাকবে প্রহরী বেশে অতন্দ্রায় নীশি জেগে
থাকবে তারা লাগাম হাতে
রাখবে তারা জীবন বাজি নির্দয় মুঠিতলে
বিজয়ের ঐ ঝাণ্ডা চিরদিন উচু রাখত |
( সংকটময় কাব্য গ্রন্থ )